বিনোদন
প্রীতি জিনতার বার্তা
বিনোদন ডেস্ক
১২ আগস্ট ২০২৪, সোমবারছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আন্দোলন ঘিরে দেশি-বিদেশি অনেক তারকাও সরব ছিলেন। এবার বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। সম্প্রতি দেশের কয়েক জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। যদিও এই বিষয়ে সতর্ক হয়ে রাত জেগে হিন্দুদের উপসানালয়গুলো পাহারা দিয়েছে ছাত্রসমাজ। শুধু তাই নয় তাদের সঙ্গে এই কাজ করেছেন মাদ্রাসার ছাত্ররাও। যা এরইমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। এবার বাংলাদেশের শান্তি কামনা করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন প্রীতি। সেই পোস্টে তিনি লিখেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যে হিংসার ঘটনা ঘটছে, তা দেখে আমি বিধ্বস্ত ও ভেঙে পড়েছি। মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষ ঘর হারাচ্ছে। সংখ্যালঘুদের প্রার্থনাস্থলে ভাঙচুর করা হচ্ছে। আশা করছি, নতুন সরকার এই ধরনের হিংসা বন্ধ করতে যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে। এ ছাড়াও বাংলাদেশের নির্যাতিতদের জন্য আমি প্রার্থনা করছি। প্রীতির আগে সোনু সুদ, রাবিনা ট্যান্ডন ও আদিল হুসেনও বাংলাদেশ নিয়ে সরব হয়েছেন। রাবিনা লিখেছিলেন, নির্যাতিতদের জন্য আমার সমবেদনা রইলো। অবিলম্বে এই হিংসা বন্ধ হোক। বিশ্ব নেতা ও নেটাগরিক এই হিংসার বিরুদ্ধে প্রতিবাদ করুন। এটা চুপ করে থাকার সময় নয়। অভিনেতা আদিল হুসেন লিখেন, বাংলাদেশের ছবি ও ভিডিওগুলো সত্যিই হৃদয়বিদারক।
DEAR ALL PLEASE BEFORE COMMENT CHECK FACT FINDING REPORT THEN COMMENT.THEN ONLY YOU CAN JUDGE YOURSELF.AS YOU ARE NOT A LAYMAN.