বিনোদন
স্বস্তিকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন
বিনোদন ডেস্ক
১১ আগস্ট ২০২৪, রবিবারসম্প্রতি কলকাতার আর জি কর হাসপাতালে কর্তব্যরত এক নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয় সেই নারীর দেহ। ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। অপরাধীদের শাস্তির দাবিতে পথে নেমে বিক্ষোভ করেন চিকিৎসকরা। কলকাতা ছাড়িয়ে প্রতিবাদ শুরু হয় ভারত জুড়ে। আমজনতা থেকে তারকারাও নারীদের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন। অনেকেই প্রশ্ন তুলেছেন, সরকারি হাসপাতালে যদি একজন নারী চিকিৎসকের নিরাপত্তা না থাকে, তাহলে পথেঘাটে নিত্যদিন চলা মেয়েরা কতোটা নিরাপদ? এবার সেই সুরেই সুর মেলালেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। তিনি বলেন, নিন্দা করার মতো ভাষা নেই। এই দোষীদের অন্তত সাজা হোক। এইবার আর মেয়েটার দোষ, সে ভুলভাবে ভুল সময়ে ভুল জায়গায় ছিল বলে তার দিকে আঙ্গুুল তুলবো না। স্বস্তিকার প্রশ্ন, একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয় তাহলে যাবো কোথায়? সম্প্রতি মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত ‘বিজয়া’। যে সিরিজ যাদবপুরের ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনা অবলম্বনে তৈরি। একটা মায়ের কোল যেভাবে খালি হয়ে গেল, সেই প্রশ্ন তুলেই বুকে যন্ত্রণা চেপে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রতিবাদে নেমেছেন। স্বস্তিকাকে ওই সিরিজে মায়ের ভূমিকাতেই দেখা গিয়েছিল। হাজার হলেও তিনিও মা। তাই তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে তিনিও শামিল হয়েছেন।