রাজনীতি
নয়াপল্টনে সমাবেশ ডেকেছে বিএনপি
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৬ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৭:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন
আগামীকাল রাজধানীতে সমাবেশ ডেকেছে বিএনপি। বেলা ২টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দরাও বক্তব্য রাখবেন।
সমাবেশে সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে।
Ei dhoroner hothokari siddhanta neya theke BNP ke biroto thakte onurodh korchi. Ete kore jonoroshe porte pare BNP.
The only observation is this. You don't win a game (e.g. football) if you have one very good player who are supported by third rate players. In other words success and failure is defined by the quality (i.e. the level/quality of knowledge, skills, energy, ability to think on the feet, fortitude and so on) of your team. Unfortunately, this was lacking in BNP. This is not a rocket science to understand this and rectify this error - to save both the party and the nation from further calamities coming from Awami League snakes as well as other snakes in our country.
তিন তিনটি 'ডামি' বা ' নাটক' নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকা স্বৈরশাসক সরকারের দ্বারা সবচাইতে নির্যাতিত, ক্ষতিগ্রস্থ রাজনৈতিক দলটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল' । তাদের হাজার হাজার নেতা/নেত্রীকে গুম করে হত্যা করা হয়েছে, কারাবন্দি করা হয়েছে, পঙ্গু করা হয়েছে দিনের পর দিন টর্চার করে। শে তাদের জনপ্রিয়তা কি তা সাম্প্রতিকালে রাজধানী ঢাকায় বা অন্যন্য বিভাগীয় শহরের মহেসমাবেশগুলো দেখে অনুমেয়। সরাসরি জনগণের মেন্ডেড বা ভোট পাওয়ার অধিকার থ্রকর বঞ্চিত করা হয়েছে এই একটিমাত্র দলটিকে। এখনই কারো কারো মনোযোগ দেখা যাচ্ছে এই দলটির দিকে, কখন কি করলো, কি বললো ইত্যাদিতে। তাদের ভালো বা মন্দ তারাই বুঝবে, কিন্তু নাক গোলানো বা সমালোচনা কেন এখনই ? কেউ কেউ বলা শুরু করে দিয়েছে আর নয় 'মহিলা নেতৃত্ব'। যেটা মূলতঃ গাত্রদাহ যে তাদের নেত্রী (প্রাক্তন প্রধান মন্ত্রী হাসিনা শেখ ) যদি ক্ষমতায় না থাকে তাহলে অন্য কোনো মহিলা নেত্রী অর্থাৎ তিন বারের প্রাক্তন প্রধানমন্ত্রী জননেত্রী খালেদা জিয়া'ও থাকবে না ইত্যাদি ইত্যাদি। এখনো কি স্বৈরশাসক হাসিনা শেখের শাসনামল রয়ে গেছে যেখানে নির্বাচন ভোটে নয় কারো পছন্দে বা সিলেকশনে হবে? তাহলে তো সেই লাউ সেই কাদু রয়ে গেলো। যার যা পছন্দ তা তাদের নিজ ভোট প্রয়গের মাধ্যমে প্রকাশ করতে পারেন, নেতিবাচক কোনো মন্তব্য দিয়ে নয় এই সফল বিপ্লবের পরবর্তীতে।
মন্দির আর স্থাপনা পাহারা দিন। এগুলা বাদ দিয়ে
আর্মি ব্যাকড বিএনপি
বিষয়টির জনগণ ভালোভাবে নেবে না। আরো আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হতো।
> সংখ্যালঘুদের ওপর হামলায় ইইউ রাষ্ট্রদূতদের গভীর উদ্বেগ > রাজধানীতে ট্রাফিক পুলিশ নেই, দায়িত্ব পালন করছে আমাদের ছাত্ররা। > মাদ্রাসার ছাত্ররা, মন্দির পাহারা দিচ্ছে > পুলিশ রা কাজে ফিরতে ভয় পাচ্ছে আর বাংলাদেশ এর সবচেয়ে বড় দল, সমাবেশ এর ডাক দিয়েছে --- Good. আমার মনে হয় তারা ভুলে গেসে. This is Generation - Z, Who are looking for New Bangladesh. Not Old One
পরিস্থিতি আরেকটু ভাল হলে এটা করা যেত
গনতন্ত্র মুক্তি পাক.. গনতন্ত্র মুক্তি পাক .. গনতন্ত্র মুক্তি পাক .......