খেলা
কানাডা’র গ্লোবাল লীগে আবারো ব্যর্থ সাকিব, হারলো দল
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ৪ আগস্ট ২০২৪, রবিবার, ১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৫৪ অপরাহ্ন
সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স মিসিসিগা বড় ব্যবধানে হেরেছে ব্রাম্পটন উলভসের কাছে। কানাডা’র গ্লোবাল টি-টোয়েন্টি লীগের ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় বাংলা টাইগার্স। যা ৮ উইকেট আর ৫২ বল বাকি থাকতেই টপকে যায় ব্রাম্পটন। ব্যাট হাতে এদিন যথারীতি ব্যর্থ ছিলেন সাকিব। তিন নম্বরে নেমে সাকিব ফিরেছেন ৬ বলে ৪ রান করে। শনিবার ব্রাম্পটনের এই ম্যাচে সাকিবকে আনা হয়নি বোলিংয়েও।
এর আগের ম্যাচগুলোর মতো এই ম্যাচেও মিতব্যয়ী ছিলেন শরীফুল ইসলাম। বল হাতে ছন্দে ছিলেন। বাংলা টাইগার্স মিসিসাগাও এর আগে জিতেছিল টানা ৩ ম্যাচে। তবে কাল ব্রাম্পটন উলভসের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে তারা।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লীগের এ মৌসুমে এখন পর্যন্ত ৫ ইনিংস ব্যাটিং করেছেন সাকিব।
আগের ৪ ম্যাচে ৬ উইকেট নেওয়া সাকিব কাল বোলিংয়েই আসেননি। শরীফুল ৩ ওভারে ২৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ডেভিড ওয়ার্নার অপরাজিত ছিলেন ৩৩ বলে ৪৪ রান নিয়ে। শরীফুল কাল উইকেট না পেলেও টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করছেন। প্রথম দুই ম্যাচ মিলিয়ে ৮ ওভার বোলিং করে দিয়েছিলেন ২৮ রান।
নিজের তৃতীয় ম্যাচে টরেন্টো ন্যাশনালসের বিপক্ষে কিছুটা খরুচে ছিলেন। ৪ ওভারে দিয়েছিলেন ৩১ রান। যদিও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী স্পেলটাকে ভালোই বলতে হয়। এরপর সারে জাগুয়ার্সের বিপক্ষে ৪ ওভারে ১১ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। হারের পর ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে নেমে গেল বাংলা টাইগার্স।