ঢাকা, ২১ জুন ২০২৫, শনিবার, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

খেলা

যে স্বর্ণপদকের জায়গা হবে না পদক তালিকায়

স্পোর্টস ডেস্ক
৪ আগস্ট ২০২৪, রবিবার
mzamin

প্যারিস অলিম্পিকে প্রথম নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে সোনা জিতলেন বেলারুশের ইভান লিটভিনোভিচ। তবে অলিম্পিকের অফিশিয়াল পদকতালিকায় জায়গা হয়নি এই স্বর্ণপদকের। কেন? ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের ওপর হওয়া আগ্রাসনে রাশিয়াকে সমর্থন দেওয়ায় রাশিয়ার সঙ্গে নিষিদ্ধ করা হয় বেলারুশকেও।
গত বছর ডিসেম্বরে নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে ২০২৪ প্যারিস অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের অংশ নেওয়ার ব্যাপারে সবুজসংকেত দেয় অলিম্পিক কর্তৃপক্ষ। দলীয় ইভেন্টের বাইরের প্রতিযোগিতাগুলোয় অংশ নেওয়ার সুযোগ পান এ দুটি দেশের অ্যাথলেটরা। তবে সে জন্য ইউক্রেনে চলমান যুদ্ধে তারা সমর্থন দিতে পারবেন না বলেও জানানো হয়। পাশাপাশি ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেডারেশন এবং আইওসি নির্বাচিত অ্যাথলেটরা ইউক্রেন যুদ্ধে কোনোভাবে সমর্থন দিয়েছেন কি না, তাও যাচাই করে দেখা হয়। এমনকি তাদের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে এবং নিজ নিজ জাতীয় পতাকার অধীনে খেলা থেকেও বিরত রাখা হয়। আর পদক জিতলে সে অর্জন যে মেডেলের তালিকায় দেখানো হবে না, সেটাও জানানো হয়।
এসব কঠিন শর্ত মেনেই রাশিয়ার ১৫ জন ও বেলারুশের ১৭ জন অ্যাথলেট নিরপেক্ষভাবে এবারের অলিম্পিকে অংশ নিয়েছেন। আর বেলারুশের হয়ে পুরুষদের ট্রাম্পোলিনে সোনা জিতেছেন লিটভিনোভিচ। এই ইভেন্টে দুই চীনা অ্যাথলেট- ওয়াং জিসাই রুপা এবং ইয়ান লানগাইয়ু ব্রোঞ্জ জিতেছেন। লিটভিনোভিচ বিজয় মঞ্চে পদক নেওয়ার সময় তার দেশের জাতীয় সংগীত বাজানো হয়নি। সংবাদকর্মীদের ইভান লিটভিনোভিচ বলেছেন, ‘এখানে কী আর বলার আছে? আমাদের জাতীয় সংগীত ভালো এবং আমি আশা করি আমরা এটা শুনে প্রতিযোাগিতায় অংশ নিতে পারবো।’ লিটভিনোভিচ এর আগে তার দেশকে ‘সমর্থন’ দিয়েছেন। সে প্রসঙ্গ তুলে এবারের অলিম্পিকে তার আসা প্রসঙ্গে সংবাদকর্মীরা জানতে চাইলে লিটভিনোভিচ বলেন, ‘আমি এ প্রশ্নের উত্তর দিতে চাই না। আপনারা আমাকে উসকানোর চেষ্টা করছেন। আমি শুধু খেলাধুলাসংক্রান্ত প্রশ্নের উত্তর দেবো।’ 
এর আগে প্যারিস অলিম্পিকে প্রথম নিরপক্ষ অ্যাথলেট হিসেবে পদক জেতেন বেলারুশের ভিয়ালেটা বার্দজিলুস্কায়া। নারীদের ট্রাম্পোলিনে রুপা জিতেছেন তিনি।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status