বিনোদন
‘বিগবস ওটিটি’র বিজয়ী হলেন সানা
বিনোদন ডেস্ক
৪ আগস্ট ২০২৪, রবিবারহাজারো বিতর্ক, ঝগড়া, রীতিমতো হাতাহাতি পেরিয়ে শেষ হলো ‘বিগবস ওটিটি’র তৃতীয় অধ্যায়। শুক্রবার রাতে বিগবস ওটিটি’র ট্রফি ছিনিয়ে নিলেন সানা মকবুল। শুরু থেকেই ট্রফির দৌড়ে এগিয়ে ছিলেন তিনি। গ্র্যান্ড ফিনালেতে অনিল কাপুর বিজয়ীর নাম ঘোষণা করেন। ট্রফি দখলের দৌড়ে সেরা তিনে পৌঁছেছিলেন সানা মকবুল, নায়েজি এবং রণবীর শোরে। তীরে এসে তরী ডুবে কঙ্কনার প্রাক্তন স্বামী শোরের। তৃতীয় স্থানেই শেষ করতে হয় এই অভিনেতাকে। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে হার মানলেন নায়েজি। বিগবসের লোভনীয় ট্রফি ছাড়াও বিজয়ী হিসেবে ২৫ লাখ টাকা নগদ উপহার পেয়েছেন সানা। সেরার খেতাব জিতে সানা বলেন, প্রথম দুই সপ্তাহ সব ভালো লাগছিল। কিন্তু যত খেলা এগোতে থাকলো জিনিস বদলাতে শুরু করলো। মানুষও বদলাতে থাকলো। যারা একসঙ্গে বসতো তারা শুধুই খেলা জেতার জন্য উল্টাপাল্টা কথা রটিয়ে দিতে থাকে। একটা জিনিস বুঝেছিলাম, বিতর্কই এখানে শেষ কথা। তবে আমি স্ট্র্যাটেজি মেনে চলেছি। একটা সময় এমন এসেছিল যখন আমি সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলাম। বন্ধুরা বদলে গেল। যারা আমার পাশে ছিল, আমায় আগলে রাখতো তারা কেউ ছিল না। তখন বুঝলাম, এসবে আবেগ থাকলে চলবে না। খেলার একটাই নিয়ম, জেতার জন্যই খেলে যাও। আর সবে কান দিয়ে লাভ নেই। ‘বিগবস ওটিটি ৩’-এর
মেগা ফাইনালে সানা মুখোমুখি হয়েছিলেন রণবীর শোরে, কৃতিকা মালিক, সাই কেতন রাও, নায়েজির মতো প্রতিযোগীরা। সবাইকে হারিয়ে বিগবসে সেরা হয়েছেন সানা মকবুল। ২১শে জুন থেকে শুরু হয়েছিল ‘বিগবস ওটিটি’র এই সিজন।