বিনোদন
মেজাজ হারালেন অক্ষয়
বিনোদন ডেস্ক
৪ আগস্ট ২০২৪, রবিবারএকের পর এক ফ্লপ সিনেমা দিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার। চলতি বছরে এখন পর্যন্ত ৪টি ছবি মুক্তি পেলেও বক্স অফিসে সাফল্যের মুখ দেখেননি। যা নিয়ে ভক্তরা তাকে শোকের বার্তা পাঠাচ্ছেন। শুক্রবার মুম্বইয়ে নিজের আপকামিং ছবি ‘খেল খেল মে’-এর ট্রেলার লঞ্চে এ বিষয়ে মেজাজ হারিয়ে তিনি বলেন, এখনো আমি মরে যাইনি। মানুষ শোকবার্তা পাঠাচ্ছে, মানুষ বার্তার মাধ্যমে সমবেদনা জানাচ্ছে।