বিনোদন
বিচ্ছেদের দিনই অন্তঃসত্ত্বার খবর
বিনোদন ডেস্ক
৪ আগস্ট ২০২৪, রবিবারজীবনে কখন কী পদক্ষেপ নিতে হয় তা বোঝা মুশকিল। তারকাদের একাধিক সিদ্ধান্ত কখনো কখনো চমকে দেয় ভক্তদের। জনপ্রিয় আমেরিকান র্যাপার কার্ডি বি তেমনি চমকে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের। কার্ডি জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। এই সুখবরে আপ্লুত তার অনুরাগীরা। কিন্তু একইদিনে তিনি তার র্যাপার স্বামী অফ সেটের থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন।