ঢাকা, ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

'নারী' বক্সারদের প্রতিযোগিতায় ‘পুরুষ’ প্রতিযোগী! বিতর্কে উত্তাল প্যারিস অলিম্পিক

মানবজমিন ডিজিটাল

(৭ মাস আগে) ২ আগস্ট ২০২৪, শুক্রবার, ১:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০০ অপরাহ্ন

mzamin

প্যারিস অলিম্পিকে প্রবল বিতর্কের  মুখে পড়েছেন আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফে। জেন্ডার টেস্টে ফেল করা ইমানে খেলিফের বিরুদ্ধে মাত্র ৪৫ সেকেন্ড লড়ে ম্যাচ ছেড়ে দেন ইতালির অ্যাঞ্জেলা কারিনি। তার পরে সাফ জানান, প্রতিপক্ষের থেকে এমন জোরে আঘাত পাননি কোনওদিন। 'নারী' বক্সারদের প্রতিযোগিতায় নেমেছেন একজন ‘পুরুষ’ প্রতিযোগী! এই  বিতর্কে এখন উত্তাল প্যারিস। আলজেরিয়ার খেলিফকে বলা হচ্ছে ‘বায়োলজিক্যাল মেল’। যার শরীরের পুরুষ হরমোন টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। বিষয়টা খুলে বলা যাক। ২০২৩-এর বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেয়েদের সোনার মেডেলের ম্যাচের আগে বহিষ্কার করা হয় খেলিফেকে। XY ক্রোমোজোমের অ্যাথলেটরা নারীদের প্রতিযোগিতায় নামতে পারবেন না, এই যুক্তিতে তাকে বাদ দেয়া হয়। কিন্তু প্যারিস অলিম্পিকের আয়োজনে রয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তারা খেলিফকে ছাড়পত্র দিয়েছিল। তবে এই পদক্ষেপ ঘিরে প্রথম থেকেই বিতর্ক ছিল। ম্যাচ চলাকালীন ইতালির বক্সারের রিং ছেড়ে বেরিয়ে যাওয়ায় আরও বেড়েছে বিতর্ক।  লিঙ্গ-বিতর্কে মুখ খুলেছে  আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। প্যারিসে ইমানে খেলিফকে অংশগ্রহণের যে ছাড়পত্র দেয়া হয়েছে, সেই সিদ্ধান্তে অটল থেকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফে দাবি করা হয়েছে, জেন্ডার পরীক্ষায় ব্যর্থ হয়েছেন বলে গত বছর আলজেরিয়ার বক্সারকে যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বহিষ্কৃত করা হয়েছিল, সেটা সম্পূর্ণভাবে একতরফা সিদ্ধান্ত ছিল। নির্দিষ্ট পদ্ধতি মেনে সেই কাজটা করা হয়নি বলেও দাবি করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তারপরও খেলিফের বিরুদ্ধে যে 'আগ্রাসন' দেখানো হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানানো হয়েছে।  এদিন রেফারি যখন খেলিফের হাত তুলে অলিম্পিকে বিজয়ী ঘোষণা করছেন, তখন অঝোরে কাঁদছিলেন ইতালিয়ান বক্সার কারিনি। তখনই তিনি বলেন, ‘এটা ঠিক নয়।’ অর্থাৎ, মেয়েদের ইভেন্টে ‘বায়োলজিক্যাল মেল’-এর অংশ নেওয়া।

সূত্র : scroll.in

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status