ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

রাত পোহালেই ভারতে রাষ্ট্রপতি নির্বাচন

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ১৭ জুলাই ২০২২, রবিবার, ৯:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৬ পূর্বাহ্ন

রাত পোহালেই সোমবার ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। সারা দেশের সংসদ সদস্য ও বিধায়কদের কলেজিয়াম-এর ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ভোটের এই দৌড়ে প্রতিদ্বন্দ্বী বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার থেকে ঢের এগিয়ে আছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। আদিবাসী সমাজের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুই ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হচ্ছেন। তার ঝোলায় এনডিএর ৪৮ শতাংশ ভোট তো থাকছেই, এছাড়াও এনডিএর বাইরে থাকা কিছু দল তাকে সমর্থন জানাচ্ছে। ক্রস ভোটিংও হতে পারে। বিরোধীদের মিলিত ভোট ২৪ থেকে ২৯ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। ফলত, এনডিএ প্রার্থীর জয় সুনিশ্চিত। একা বিজেপিরই ভোটের পরিমাণ ৪২ শতাংশ । সুতরাং, পরিস্থিতি সহজেই অনুমেয়।

বিজ্ঞাপন
কলকাতায় বিধানসভা ভবনে বাংলার বিধায়ক ও সংসদ সদস্যরা ভোট দেবেন। বিধায়কদের ভোট মূল্য ১৫১। সংবিধান অনুযায়ী যে কোনও রাজ্যের ১৯৭১-এর সেন্সাস হিসেবে জনসংখ্যা সেই রাজ্যের বিধায়ক সংখ্যা গুণীতক এক হাজার দিয়ে ভাগ করে ভোট মূল্য নির্ধারিত হয়। সেই হিসেবে পশ্চিমবঙ্গের বিধায়কদের ভোট মূল্য ১৫১।  উত্তরপ্রদেশের বিধায়কদের ভোট মূল্য সব থেকে বেশি, ২০৮। সিকিমের সব থেকে কম, ৭। পশ্চিমবঙ্গের বিধায়কদের মোট ভোটমূল্য ৪৪ হাজার ৩৯৪। ভারতের সংসদ সদস্যের সংখ্যা লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ৭৭৬। সারা দেশের বিধায়কদের মোট ভোট মূল্যকে এই ৭৭৬ দিয়ে ভাগ করে একজন সংসদ সদস্যের ভোট মূল্য নির্ধারিত হবে। ভারতের মোট বিধায়কের ভোটমূল্য ৫ লক্ষ ৪৩ হাজার। এই ৫ লক্ষ ৪৩কে ৭৭৬ দিয়ে ভাগ করে একজন সংসদ সদস্যর ভোট মূল্য নির্ধারিত হবে। অর্থাৎ একজন সংসদ সদস্যের ভোট মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৭০০। এই কলেজিয়াম-এর ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন   দ্রৌপদী মুর্মু এই হিসেবেই গোলাপের পাঁপড়ি ছড়ানো পথ ধরে রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনে পৌঁছাচ্ছেন।

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status