খেলা
সেল্টিকের কাছে হেরে এডারসনকে নিয়ে মুখ খুললেন সিটি কোচ
স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২৪, বৃহস্পতিবার
প্রাক মৌসুম পর্বে প্রথম ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেলো প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার স্কটিশ ক্লাব সেল্টিকের বিপক্ষে ৪-৩ গোলে পরাজিত হয় সিটিজেনরা। পরে নতুন মৌসুম শুরুর আগে দলের মূল গোলরক্ষক এডারসনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা বলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। আগামী মৌসুমে এই ব্রাজিলিয়ান গোলরক্ষক সিটিতে থাকবেন কি-না, নিশ্চিত নন এ স্প্যানিয়ার্ড কোচ।
গণমাধ্যমের খবর, সৌদি প্রো লীগের ক্লাব এডারসনকে পেতে আগ্রহী। অবশ্য সৌদি আরবের কোনো ক্লাবের নাম জানানো হয়নি বৃটিশ বার্তা সংস্থা বিবিসি’র প্রতিবেদনে। চ্যাম্পিয়ন্স লীগে গত আসরের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এডারসনকে বসিয়ে ব্যাক-আপ গোলরক্ষক স্টেফান ওর্টেগাকে খেলান কোচ গার্দিওলা। মূলত সেই থেকেই সিটিতে এডারসনের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনের শুরু। তবে গত মৌসুম শেষে গার্দিওলা জোর দিয়ে বলেন, এখনও তিনি ৩০ বছর বয়সী এডারসনকেই দলের মূল গোলরক্ষক হিসেবে দেখেন। এবারের প্রাক মৌসুম পর্বে মঙ্গলবার প্রথম মাঠে নেমেই হারের স্বাদ পায় সিটি। সেল্টিকের বিপক্ষে ৪-৩ গোলে হারের ওই প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন এডারসন। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ম্যাচ শেষে গার্দিওলা বলেন, “আমি চাই, সে সিটিতেই থাকুক, তবে এটা অন্যান্য ক্লাবের ওপর নির্ভর করছে।”
সিটি কোচ বলেন, “এ বিষয়ে এখনকার পরিস্থিতি আমি জানি না। গত কয়েক দিনে আমাদের কোনো যোগাযোগ হয়নি। (তাকে ঘিরে) এখন বিষয় হলো অনুশীলন চালিয়ে যাওয়ার, ট্রান্সফার উইন্ডো শেষ হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকার, এরপর দেখা যাক কী হয়।”
এডারসনের ভবিষ্যৎ অনিশ্চিত হলেও, মিডফিল্ডার ক্যালভিন ফিলিপ্সের সিটি ছেড়ে যাওয়া ‘প্রায় নিশ্চিত।’ বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩০শে অগাস্ট দলবদলের বাজার শেষের আগেই তিনি হয়তো ধারে অন্য কোথাও পাড়ি দিবেন। এর আগেও ধারে অন্য ক্লাব খেলেছেন সিটির এ ইংলিশ মিডফিল্ডার। গত মৌসুমের দ্বিতীয় ভাগ তিনি ধারে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের জার্সি গায়ে খেলেছিলেন।