শেষের পাতা
বাংলাদেশে আন্দোলন
মমতার মন্তব্যে ক্ষুব্ধ ঢাকা
কূটনৈতিক রিপোর্টার
২৪ জুলাই ২০২৪, বুধবার
বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যনার্জির সম্প্রতিক মন্তব্যে তোলপাড় চলছে। এ নিয়ে দিল্লির দ্বারস্ত হয়েছে ঢাকা। বিদেশ মন্ত্রকে নোট পাঠিয়ে তার বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়েছে। মঙ্গলবার এ নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ‘বাংলাদেশে শিক্ষার্থীদের রক্ত ঝরছে’ মর্মে এক্স হ্যান্ডেল-এ (টুইট) যে মন্তব্য করেছেন সে বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ট ও উষ্ণ। কিন্তু তার (মমতা ব্যানার্জী) এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে। আমরা এ বিষয়ে ভারত সরকারকে নোট পাঠিয়েছি।” এদিকে মমতার মন্তব্য এবং এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়ার বিষয়ে পশ্চিমবঙ্গের একাধিক সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে। ‘অসহায় মানুষ খটখট করলে বাংলার দরজা খোলা’, বাংলাদেশ ইস্যুতে মন্তব্য মমতার শিরোনামে সংবাদ প্রতিদিন-এর রিপোর্টে বলা হয়, সংরক্ষণ ইস্যুতে ছাত্র আন্দোলনে জ্বলছে প্রতিবেশী বাংলাদেশ। গত তিন-চারদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে। জারি কারফিউ, বন্ধ ইন্টারনেট, পথেঘাটে সাঁজোয়া গাড়ির টহল। প্রতিবেশী দেশের অশান্ত পরিস্থিতিতে সতর্ক নয়াদিল্লিও। ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তারই মাঝে রোববার বাংলাদেশের সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়েছে, সংরক্ষণ ৩০ শতাংশ থেকে কমানো হয়েছে ৫ শতাংশে। রোববারই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশ নিয়ে বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘এনিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, যা বলার ভারত সরকারই বলবে। কিন্তু অসহায় মানুষ বাংলার দরজায় খটখট করলে দরজা খোলা আছে, এটুকু আশ্বাস দিতে পারি।’ ওদিকে ‘বাংলাদেশে অস্বস্তিতে পড়ল ভারত, 'বিভ্রান্তি ছড়িয়েছেন', বার্তা ঢাকার’ শিরোনামে হিন্দুস্তান টাইসের রিপোর্টে বলা হয়েছেÑ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বাংলাদেশে অস্বস্তিতে পড়ল ভারত সরকার। শেখ হাসিনা সরকার কোনওরকম রাখঢাক না করে বলে দিল যে মমতা বিভ্রান্তি ছড়িয়েছেন। তবে বিষয়টি নিয়ে ভারত সরকারের তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উষ্মাপ্রকাশ করল বাংলাদেশ সরকার। বাংলাদেশে পড়ুয়াদের আন্দোলনের মধ্যেই অসহায় মানুষদের পশ্চিমবঙ্গে আশ্রয় দেবেন বলে যে মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাতেই বিরক্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বিষয়টি নিয়ে ভারত সরকারের দ্বারস্থও হয়েছে ঢাকা। দিয়েছে ‘নোট’। বিষয়টি ব্যাখ্যা করে মঙ্গলবার বাংলাদেশের বিদেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ইতিমধ্যে আমরা নোট দিয়ে ভারত সরকারকে আমাদের বক্তব্য জানিয়েছি। এমনিতে মমতার মন্তব্যের প্রেক্ষিতে ভারত সরকারের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে কেন্দ্রীয় সরকারের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, মমতার মন্তব্যে একেবারেই প্রসন্ন হয়নি কেন্দ্রীয় সরকার। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে সেই বিষয় নিয়ে মন্তব্য করার কোনও এখতিয়ারই নেই পশ্চিমবঙ্গ সরকারের। ওই সূত্র বলেন, 'এগুলি এমন বিষয়, যেগুলি সামলায় কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে রাজ্য সরকারের তো কোনও এখতিয়ারই নেই। এসব মন্তব্য (মমতা যে কথা বলেছেন) সম্পূর্ণভাবে ভুল।’ কেন্দ্রীয় সরকারের সেই সূত্রের মন্তব্যের প্রেক্ষিতে মমতা কিছু বলেননি। পশ্চিমবঙ্গ সরকারের তরফেও কিছু জানানো হয়নি।
পাঠকের মতামত
She is right
মমতা চাইতেছে ভোটের রাজনীতি করতে। বাংলাদেশে এমন কোন ঘটনা ঘটে নাই যে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। মমতারে ওই বক্তব্যের জন্য প্রতিবাদ জানাই।
উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধনমন্ত্রী নয়, ওনার কোনো এক্তিয়ার নেই অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলবার। উনি নিজেকে কি প্রমাণ করতে চান? আমার (৯/১০ লাখ টাকা মেরে বসে আছে ওয়াসিম সর্দার//২ লাখ সেখ মনিরুল)(৬০০০০ হোসেইন)সেই টাকা কি উনি ফেরত এনে দিয়েছেন? আমাদের দূর্ভাগ্য যে আমরা এরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি।
অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই সে খারাপ, এটা এ সরকারের রক্তে মিশে গেছে। এই নোংরা মানসিকতাই প্রমাণ করে এরা কতটা নিকৃষ্ট।
ন্যায়ের পক্ষে সত্যের গর্জন, খুব ভালো লাগলো মমতাদি❤️
তিস্তার পানি দিয়ে মমতা দেখান।
মমতা ব্যানার্জি যদি তিস্তার পানিটা আটকে না দিয়ে মানবিকতা দেখাত স্যালুট জানাতাম।
বৈষম্যবিরুধী আন্দোলন ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্প্রতিক সহমর্মিতা জানিয়ে যে মন্তব্যে করেছেন তা সম্পূর্ণ যুক্তিসঙ্গত ও ন্যায়সঙ্গত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার সবসময়ই আওয়ামিলীগের সাপোর্টার। যে নরেন্দ্র মোদি তিনি নিজেই বৈষম্য বৃদ্ধির কারণ তিনি কখনোই আওয়ামিলীগের সমালোচনা করবেন না। মমতা ব্যানার্জি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যে সৎ সাহস দেখিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। আমি আমার ব্যক্তিগত এবং বাংলাদেশের সকল নির্যাতিত, নিপীড়িত, বৈষম্যের শিকার জনসাধারণের পক্ষ থেকে শ্রদ্ধেয়া মমতা ব্যানার্জি দিদিকে অসংখ্য ধন্যবাদ এবং তকৃত্রিম ভালোবাসা জানাই।
মানবতা আছে বলেই এখনো পৃথিবীতে মানুষ বাস করত পারছে।ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানাই।
বাংলাদেশের প্রকৃত ঘটনা মমতা দীদী কিছুটা বুঝতে পেরেছেন। এর পর দিল্লিকেও বাংলাদেশের প্রকৃত ঘটনা বুঝার আহবান জানাচ্ছি। এবং বাংলাদেশের জনগনের পক্ষে অবস্থান নেয়ার আহবান জানাচ্ছি।
ক্ষমতার লোভে সবার যে বিবেক এখনো মরে যায় নি মমতার বক্তব্য ও ছাত্রদের প্রতি উনার সহানুভূতি তার প্রমাণ
তোমাকে সেলুট জানাই দিদি। সত্যি কথা বলার জন্য। সত্যি সব সময় তিতা লাগে।
মমতা ব্যানার্জি সত্য কথা বলেছেন, উনাকে ধন্যবাদ জানাচ্ছি।
সত্য-মিথ্যা দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে এবং সত্যেরই বিজয় হয়েছে, সুতরাং মিথ্যা দিয়ে সত্যকে ঢাকার যতই চেষ্টা করা হোক লাভ নেই।
নামের প্রতি সুবিচার করেছে মায়ার দিদি মমতা। দিদিকে তোমাকে হাজার স্যালুট। তুমি আসলেই মমতার আঁধার। মানবতা আছে বলেই তুমি মমতা। দিদি অশ্রুসিক্ত হয়ে তোমার প্রতি আবারো স্যালুট জানাচ্ছি।
কেহ সত্য কথা বললেই সমস্যা। মমতা ব্যানার্জি সত্য কথা বলেছেন, উনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আন্যায়ের বিরুদ্ধে কিছু বললে সে খারাপ। এটা থেকে বের হতে হবে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী জনাব হাসান মাহমুদ কোটা আন্দোলন বিরোধী নিরস্ত্র শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগ যৌথভাবে মিলে মিশে যেভাবে অমানবিক নির্যাতনের নিপীড়ন চালিয়ে হত্যা করেছেন পুরো বিশ্ব হতবাক তাই ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সঙ্গে আপনাদের যতই চমৎকার ঘনিষ্ঠ ও উষ্ণ সম্পর্ক থাকুক না কেন মানুষের মানবতা ও বিবেক বলতে একটা কথা সেদিক দিয়ে মমতা ব্যানার্জী বিবেকের তাড়নায় যেকথা গুলো বলেছেন উনা কে আমরা হাজার সেলুট জানাই।
Maybe she is right but
মমতা যে ভুল তা তথ্য,যুক্তি দিয়ে প্রমাণ করায় সমীচীন।
মানুষের মানবতা ও বিবেক বলতে একটা কথা আছে ! সেদিক দিয়ে মমতা ব্যানার্জী বিবেকের তাড়নায় যে- সত্য কথা গুলো বলেছেন উনা কে আমরা সাধারণ মানুষ হাজার সেলুট জানাই !!
২৫ শে মাচ ১৯৭১
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী জনাব হাসান মাহমুদ কোটা আন্দোলন বিরোধী নিরস্ত্র শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগ যৌথভাবে মিলে মিশে যেভাবে অমানবিক নির্যাতনের নিপীড়ন চালিয়ে হত্যা করেছেন পুরো বিশ্ব হতবাক তাই ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সঙ্গে আপনাদের যতই চমৎকার ঘনিষ্ঠ ও উষ্ণ সম্পর্ক থাকুক না কেন মানুষের মানবতা ও বিবেক বলতে একটা কথা সেদিক দিয়ে মমতা ব্যানার্জী বিবেকের তাড়নায় যেকথা গুলো বলেছেন উনা কে আমরা হাজার সেলুট জানাই।
আমি উনার স্টেটমেন্টটি শুনেছি। উনি তো কোন মিথ্যা কথা বলেন নাই।
মমতার মন্তব্য সঠিক, উনি কি মিথ্যা কথা বলেছেন? উনাকে ধন্যবাদ জানাই।