খেলা
টাইগারদের টেস্ট ক্যাম্প চট্টগ্রামে
স্পোর্টস রিপোর্টার
২৪ জুলাই ২০২৪, বুধবারঅবশেষে টাইগারদের পাকিস্তান সিরিজকে সামনে রেখে টেস্ট ক্যাম্প শুরু হবে চট্টগ্রামে। ঢাকার পরিবর্তে পুরো ক্যাম্প হবে বন্দর নগরীতে। এরই মধ্যে সেখানে সম্ভাব্য টেস্ট দলের অনে বেশ কয়েকজন ক্রিকেটার আছেন এইচপি’র (হাইপারফরম্যান্স ইউনিট) সঙ্গে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা সহ যারা ঢাকায় আছেন তাদের দ্রুতই চট্টগ্রামে নেয়ার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে। এছাড়াও গতকাল থেকেই চট্টগ্রামে শুরু হয়েছে টাইগারদের অনুশীলনও। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘টাইগারদের পাকিস্তান সিরিজকে সামনে রেখে টেস্ট ক্যাম্প শুরু হবে চট্টগ্রামে। পুরো ক্যাম্প সেখানে আয়োজন করা হচ্ছে। দুই- একদিনের মধ্যে সম্ভাব্য ক্রিকেট দলের সদস্যদের সেখানে নেয়ার ব্যবস্থা করা হবে। এছাড়াও আজ (গতকাল) থেকে চট্টগ্রামে অনুশীলন শুরু হয়েছে।’ অন্যদিকে চট্টগ্রামে লঘু চাপের কারণে চলছে ঝড়-বৃষ্টি। এরই মধ্যে বন্দরনগরীর বেশির ভাগ জায়গাতে রাস্তাঘাট জোয়ারের পানিতে তলিয়ে গেছে। যদিও এরই মধ্যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের অনুশীলনে কোনো সমস্যা হয়নি বলেই জানিয়েছে কিউরেটর জাহিদ রেজা বাবু। এমনকি এখানে অনুশীলনে বৃষ্টি খুব বেশি প্রভাব ফেলতে পারবে না বলেও তিনি জানান। বাবুল বলেন, ‘জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভরা বৃষ্টিতে তেমন কোনো সমস্যা হয় না। আজ বৃষ্টি ছিল তারপরও কোনো সমস্যা হয়নি। সামনেও তেমন হবে না কারণ এখানে ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো।’ ছাত্র আন্দোলের কারণে ২১শে জুলাই টেস্ট ক্যাম্প মিরপুর শেরেবাংলা মাঠে শুরুর কথা থাকলেও তা শুরু করা যায়নি। ঢাকার পরিস্থিতি বিবেচনা করে টেস্ট ক্যাম্প সরিয়ে নেয়া হচ্ছে চট্টগ্রামে।
অন্যদিকে জালাল ইউনূস জানিয়েছেন- প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এই মাসের শেষদিকে ঢাকায় ফিরে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। বর্তমানে তিনি রয়েছেন অস্ট্রেলিয়াতে পরিবারের সঙ্গে। শুধু তাই নয়, ২৩শে জুলাই একটি প্রস্তুতি ম্যাচ দেশে কারফিউর কারণে মাঠে গড়ায়নি। তবে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জানিয়েছেন ২৯শে জুলাইয়ের প্রস্তুতি ম্যাচটি ঠিকই মাঠে গড়াবে।