বিনোদন
শান্তির খোঁজে মধুমিতা
বিনোদন ডেস্ক
২৪ জুলাই ২০২৪, বুধবার
ছোট পর্দায় অভিনয় দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এরপর বড় পর্দাতেও আসে কাজের সুযোগ। কাজের পাশাপাশি ফটোশুটেও নিত্যনতুন চমক দেন অভিনেত্রী। এবার জানালেন কীভাবে শান্তির খোঁজ করতে হয়। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে গিয়ে প্রাণ খুলে নিঃশ্বাস নেন মধুমিতা। কুয়াশাচ্ছন্ন পাহাড়ে সবুজে ঘেরা মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়ে হেঁটে চলেন তিনি। সেসব ছবি আবার শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। চোখ বুঝে প্রকৃতির কোলে ধ্যানমগ্ন অবস্থায় মধুরিমার স্নিগ্ধতায় মুগ্ধ ভক্তরা। তিনি বরাবরই একটা বিষয় বোঝাতে চেয়েছেন, আগে নিজেকে খোঁজো তারপর শান্তির খোঁজ করো। সম্প্রতি তার এরকমই একটি রিল ভিডিও সামনে এসেছে যার ক্যাপশনে মধুমিতা লিখেছিলেন, আমি বিশ্বাস করি না যে, ধ্যান করার জন্য কোনো নির্দিষ্ট ভঙ্গি থাকতে হবে। এটি কেবল আপনার আত্মার সঙ্গে সংযুক্ত যা আপনাকে খুঁজে পেতে হবে। রক কনসার্টের মাঝেও কিন্তু ধ্যান করা সম্ভব। আগে নিজেকে খুঁজতে হবে। তারপর শান্তি খুঁজতে হবে। মধুমিতার এই ভিডিওতে জানা যায়নি কোথায় ঘুরতে গিয়েছেন। তবে অভিনেত্রীতে মুগ্ধ এক অনুরাগী তো মনের কথা জানিয়ে দিলেন। কমেন্ট বক্সে লিখলেন, আচ্ছা পাখি তুমি এত সুন্দরী কেন? তুমি কি জানো আমার ঘুম কেড়ে নিয়েছো পাখি।