শেষের পাতা
স্বপন, মজনু, হুদা আটক
মিন্টু ও সোহেলের বাসায় তল্লাশি
স্টাফ রিপোর্টার
২৩ জুলাই ২০২৪, মঙ্গলবার
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা এহসানুল হুদাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরমধ্যে জহির উদ্দিন স্বপনকে সোমবার ভোররাতে
গুলশান থেকে এবং বিকাল সাড়ে ৫টায় শান্তিনগর থেকে রফিকুল আলম মজনুকে আইনশশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। এহসানুল হুদাকে সোমবার দুপুর আড়াইটার দিকে ধানমণ্ডিস্থ তার নিজ বাসা থেকে ডিবি পুলিশ আটক করে বলে জানিয়েছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও এলডিপি’র মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। ওদিকে রোববার মধ্যরাতে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ অন্যান্য নেকতার্মীদের বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সালাম, দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর ও পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেনসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যার আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও অন্যান্য নেতাকর্মীদের বাসায় পুলিশি তল্লাশি চালানো হয়।
এদিকে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. তারেক রহমানকে গতকাল রাত আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে বলে জানিয়েছেন তার স্ত্রী তামান্না ফেরদৌস শিখা।