ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব ১৪৪৬ হিঃ

অনলাইন

ঢাবি সাদা দল সমর্থক শিক্ষকদের বিবৃতি

আন্দোলনকে সহিংসরূপ দিয়ে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে সরকার

স্টাফ রিপোর্টার

(৬ মাস আগে) ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৬:১৫ অপরাহ্ন

পুলিশ ও ছাত্রলীগকে ব্যবহার করে সরকার কোটা প্রথা পুনর্বহালের আন্দোলনকে সহিংসরূপ দিয়ে একে দমনের নামে শিক্ষার্থীদের ওপর সীমাহীন নির্যাতন-নিপীড়ন চালিয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থক শিক্ষকরা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই অভিযোগ করেন তারা। এই বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং অধ্যাপক আবদুস সালাম।

বিবৃতিতে বৈষম্যমূলক কোটা প্রথা পুনর্বহালের প্রতিবাদে চলমান আন্দোলন দমনে পুলিশ, ছাত্রলীগ-যুবলীগের দ্বারা শিক্ষার্থী, শিক্ষক ও চাকরি প্রত্যাশীদের ওপর নিপীড়ন, হত্যা এবং বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধে গভীরভাবে উদ্বেগ প্রকাশ এবং এসব ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থক শিক্ষকরা। তারা বলেন, শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের কোটা বৈষম্যের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন অত্যন্ত যৌক্তিক ও ন্যায়সঙ্গত বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থক শিক্ষকরা শুরু থেকেই এ আন্দোলনকে সমর্থন জানিয়ে আসছে। আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে উদ্ভূত সংকটের দ্রুত সমাধানের কার্যকর ব্যবস্থা নেয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। 

বিবৃতিতে বলা হয়,আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলে এসেছি, মুক্তিযুদ্ধ আমাদের অহঙ্কার ও শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতা প্রশ্নাতীত। চাকরিতে কোটা সংরক্ষণ ছাড়াও তাদের অবদানের স্বীকৃতি এবং তাদেরকে সম্মান জানানোর অন্য আরো অনেক বিকল্প আছে বলেও আমরা বাববার বলে আসছি। তাদের প্রদত্ত রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ আরো নতুন বিকল্প অবলম্বন করা যায় বলে আমরা বিশ্বাস করি। কিন্তু তা না করে মুক্তিযুদ্ধের চেতনা লালন ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের নামে আমাদের তরুণ প্রজন্মকে দ্বিধাবিভক্ত করার যে অপকৌশল সরকার গ্রহণ করছে, আমরা এরআগেও তার বিরোধিতা ও তীব্র প্রতিবাদ জানিয়েছি। আন্দোলনকারী এবং দেশবাসীর যৌক্তিক দাবির প্রতি সরকার কোনো কর্ণপাত করেনি। বরং আদালতের দোহাই দিয়ে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী লক্ষ লক্ষ বেকার যুবকদের রাজপথের আন্দোলনে ঠেলে দিয়েছে। 

ঢাবি সাদা দল সমর্থক শিক্ষকরা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করার মধ্যদিয়ে আন্দোলনকারীদের উস্কানোর জন্য সরকারের দায়িত্বশীল মহল এবং ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্ব থেকে আন্দোলনকে কটাক্ষ এবং আন্দোলনকারীদেরকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তি ও তাদের দোসর হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা করা হয়েছে। পুলিশ ও ছাত্রলীগকে ব্যবহার করে আন্দোলনকে সহিংসরূপ দিয়ে একে দমনের নামে কোমলমতি শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের ওপর সীমাহীন নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। ইতিমধ্যে হত্যা করা হয়েছে বেশ কয়েকজন প্রতিবাদকারীকে। ধ্বংস করা হয়েছে অসংখ্য তরুণের স্বপ্নকে।
গত কয়েকদিনের দমন-নিপীড়ন ও হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার, কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধান এবং অবিলম্বে বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানান ঢাবি সাদা দল সমর্থক শিক্ষকরা।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status