ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

হাথুরুকে ছাড়াই শুরু হবে টেস্ট অনুশীলন

স্পোর্টস রিপোর্টার
১৭ জুলাই ২০২৪, বুধবার
mzamin

দুই যুগ পেরিয়েও টেস্ট ক্রিকেটে পায়ের নিচে মাটি খুঁজে পায়নি বাংলাদেশ দল। ক্রিকেটের এই অভিজাত ফরম্যাটে এক পা এগিয়ে দুই পা পেছানো যেন টাইগারদের নিয়তিতে পরিণত হয়েছে। ২০০০-এ টেস্ট অভিষেকের পর থেকে ১৪২ ম্যাচ খেলে জয় মাত্র ১৯টিতে। ১৮ ম্যাচে ড্র আর হেরেছে ১০৫ ম্যাচে। পরাজয়ের এই সেঞ্চুরিই বলে দিচ্ছে সাদা পোশাকে কতোটা পিছিয়ে বাংলাদেশ। এই ফরম্যাটে অন্যতম চিন্তার কারণ ব্যাটিং। যার সুরাহা কবে হবে উত্তর জানা নেই বিসিবি কর্তাদেরও। টেস্ট চ্যাম্পিয়ানশিপ শুরুর পরও কোনো উন্নতির দেখা নেই। প্রথম দুই সার্কেলে পয়েন্ট তালিকাতে তলানিতে থেকেই শেষ করেছে। তৃতীয় সার্কেলে ৪ ম্যাচে মাত্র ১ জয়। পয়েন্ট তালিকাতে অবস্থান অষ্টম স্থানে। দলের সিনিয়র ব্যাটারদের প্রায় সবাই অফফর্মে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান, উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস, মুমিনুল হক সৌরভ ব্যাট হাতে খুঁজে ফিরছে নিজেদের ঠিকানা। ঠিক এমন পরিস্থিতিতে আগামী মাসেই পাকিস্তানের বিপক্ষে তাদেরই মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ বা ২১শে জুলাই থেকে শুরু হবে ক্যাম্প। কিন্তু সেখানে শুরু থেকেই থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। স্ত্রীর অসুস্থতার কারণে তিনি দলের সঙ্গে যোগ দিবেন বিলম্বে। অন্যদিকে তবে সবকিছু পেছনে ফেলে এগিয়ে যেতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘হ্যাঁ, ব্যাটিং চিন্তা তো আছেই। কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমরা টেস্ট ক্রিকেটারদের নিয়ে জুন থেকেই লাল বলে অনুশীলন শুরু করেছি। আর পাকিস্তান সিরিজকে সামনে রেখে ২০ বা ২১শে জুলাই আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবো।’ প্রধান কোচ ছাড়াই টেস্ট অনুশীলন শুরু করা কোনো সমস্যা হবে না বলেই মনে করেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘আসলে প্রধান কোচের (হাথুরু সিংহে) স্ত্রী অসুস্থ যে কারণে সে ক্যাম্পে একটু দেরিতে অংশ নিবে। এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কোচ তার পরিকল্পনা করবে অধিনায়ককে নিয়ে। দলের বাকি কোচরা তো আছেই।’ অন্যদিকে দলের ব্যাটিং যখন চিন্তার কারণ তখন এ নিয়ে কোনো ধরনের সমাধানের পথ খুঁজছে বিসিবি তা জানা নেই কারও। অধিনায়ক শান্ত গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন ফর্মের বাইরে। সাকিব, লিটন, মুমিনুলের মতো ব্যাটাররা কবে ফর্মে ফিরবেন তাও জানা নেই। যে কারণে পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাটিং চিন্তা ও শঙ্কা দুই থাকছে। তবে বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান মনে করেন ফর্মটা আসলে চিন্তার কারণ হলেও সেটি খুব বেশি দিনের নয়। তার মতে বাজে সময় কাটিয়ে ক্রিকেটাররা ফিরবে। তিনি বলেন, ‘ব্যাটারদের বাজে সময় যায় এটা নতুন কিছু নয়। শান্তরা ফর্মে নেই ঠিক আছে মানছি কিন্তু তারা ফিরবে না এমনটাও তো বলা যাবে না। ব্যাটারদের এমন বাজে সময় যাই। আমরা বিশ্বাস করি তারা যোগ্য এবং নিজ যোগ্যতা দিয়েই তারা ফর্মে ফিরবে। এটি সময়ের ব্যাপার মাত্র। জোর করে হবে না।’ 
অন্যদিকে পাকিস্তানে সিরিজ মানেই বাড়তি চিন্তার নাম নিরাপত্তা ব্যবস্থা। তবে এ নিয়েও তেমন কোনো চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, নিরাপত্তা আসলে এখন বড় কোনো ইস্যু নয়। তারা যথেষ্ট নিরাপত্তা দিতে পারে বলেই আইসিসি সেখানে খেলতে যাওয়ার অনুমতি দেয়। আমরা নিকট অতীতেও পাকিস্তান সফরে গেছি। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই।’ অন্যদিকে অনুশীলন শুরুর পরই প্রধান কোচ আসলেই টেস্ট দল ঘোষণা করবে বিসিবি। পাকিস্তানে সবশেষ সফরে বাংলাদেশের দুটি টেস্টের ভেন্যু ছিল রাওয়ালপিন্ডি ও করাচি। এবারো সেই দুই মাঠেই রাখা হয়েছে বাংলাদেশের দুই টেস্ট ম্যাচ। আইসিসির ভবিষ্যৎ সফর সূচির অংশ এই সিরিজটির সূচি গেল শুক্রবার প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি খেলতে আগামী মাসের মাঝামাঝি পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। এই সিরিজ দিয়েই ঘরের মাঠে আগামী মৌসুম শুরু করবে পাকিস্তান। ২১শে অগাস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট, দ্বিতীয়টি করাচিতে। ২০২০-এ রাওয়ালপিন্ডি টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। পরে কোভিডের কারণে করাচিতে দ্বিতীয় টেস্ট আর হয়নি। পাকিস্তানে এখনো পর্যন্ত ৫ টেস্ট খেলে সবক’টিতে হেরেছে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এখনো পর্যন্ত ৪ টেস্ট খেলে ১ জয়ে বাংলাদেশের পয়েন্ট ১২। ৯ দলের আসরে বাংলাদেশ এখন আছে পয়েন্ট তালিকার ৮ নম্বরে। ৫ ম্যাচের ২টি জিতে পাকিস্তান আছে ৫ নম্বরে। 
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status