অনলাইন
জওশন আরার মৃত্যুতে প্রফেসর ইউনূসের শোক
স্টাফ রিপোর্টার
(৬ মাস আগে) ১৩ জুলাই ২০২৪, শনিবার, ১০:২৭ অপরাহ্ন

খ্যাতিমান উন্নয়ন কর্মী জওশন আরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় তিনি বলেন, ইউনিসেফের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার সময় গ্রামীণ ব্যাংকের কার্যক্রমে সহযোগীতা করেছেন জওশন আরা। আমাদের কাজের সঙ্গে ইউনিসেফকে যুক্ত করতে চাইলেন। তিনি আমাদের কাজগুলোকে এগিয়ে নেবার জন্য উৎসাহী হলেন। গ্রামীণ ব্যাংক প্রকল্পের নারী উন্নয়ন কর্মসূচি গঠনে অনেক সাহায্য করলেন। আমাদের মহিলা কর্মশালাগুলো ইউনিসেফের অর্থায়নে পরিচালনা করার ব্যবস্থা করলেন। তার সহযোগিতা এবং উৎসাহে গ্রামীণ ব্যাংকের মহিলাদের জীবনী নিয়ে একটা সংকলন তৈরি করলাম। নাম দিলাম "বেলতৈল গ্রামের জরিমন"। বইটি খুবই জনপ্রিয় হলো। বইটি এখনো পৃথিবীর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সুপারিশকৃত পাঠ্য তালিকায় থাকে।
ড. ইউনূস বলেন, মহিলাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যেসব শীর্ষ মহিলা সেসময় নেতৃত্ব দিয়েছেন তিনি ছিলেন তাদের মধ্যে প্রথম সারির। কলেজ জীবনে আমাদের আলাপের একটা বড় বিষয় থাকতো মহিলাদের ভবিষ্যৎ নিয়ে। শোক বার্তায় প্রফেসর ইউনূস জওশন আরার আত্মার মাগফিরাত কামনা করেন।