খেলা
আর্জেন্টিনার রেকর্ড নাকি কলম্বিয়ার ‘চমক’
স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৪, রবিবার
টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া। যা তাদের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। এবার বড় ছাপ রাখতে চায় হামেস রদ্রিজেরা। সাম্প্রতিক ফুটবলে বিশ্বসেরা দলের ছবিটা আর্জেন্টিনার। আলবিসেলেস্তেরা ফর্ম ধরে রেখেছে কোপা আমেরিকায়ও। শিরোপা ধরে রেখে মেসি অ্যান্ড কোং গলায় পরতে চায় রেকর্ডের মালা। কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায়। আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট কোপা আমেরিকায় কলম্বিয়া শিরোপার স্বাদ পেয়েছে একবারই। সেটাও ২৩ বছর আগের ঘটনা। এবার তাদের সামনে বড় সুযোগ। এবারের কোপা আমেরিকায় নিচেদের ছয় ম্যাচের পাঁচটিতে জয় পেয়েছে কলম্বিয়া। অন্য ম্যাচে ড্র করে ফেভারিট ব্রাজিলের সঙ্গে। আর্জেন্টাইনদের সামনে একাধিক হাতছানি। আজ জিতলে কোপায় সর্বাধিক শিরোপা জয়ের রেকর্ড গড়বে আর্জেন্টিনা। আসরে সর্বাধিক ১৫টি করে শিরোপা আছে আর্জেন্টিনা ও উরুগুয়ের শো-কেসে। আজ জিতলে আন্তর্জাতিক টানা তিন শিরোপার কীর্তিও গড়বে আর্জেন্টিনা। যেটা আছে কেবল স্পেনের। ২০২১ কোপা জয়ের পর ২০২২ বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে মেসির দল। কলম্বিয়াকে হারালে আর্জেন্টিনার সাফল্যের ছবিটা দাঁড়াবে ‘কোপা-বিশ্বকাপ-কোপা’য়। এর আগে ২০০৮, ২০১০ ও ২০১২তে জিতে ‘ইউরো-বিশ্বকাপ-ইউরো’ চ্যাম্পিয়ন হয় স্পেন। এর আগে টানা তিন ফাইনালে হারের হতাশা ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার। ২০১৪’র বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হার দেখেছিল তারা। পরে ২০১৫ ও ২০১৬তে টানা দুই কোপা ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যায় মেসিরা। তবে মেসি বলেছেন এখন আর ফাইনালের আগে চাপ নেন না তিনি। ফাইনালের আগে সর্বশেষ অনুশীলনেও তাদের পুরো দলকে দেখা গেছে ফুরফুরে মেজাজে। এরই মাঝে এক সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেন, “আমি শান্ত আছি। বরাবরের মতো (ফাইনালের) দিনটির অপেক্ষায় আছি। আমরা যা কিছু পার করেছি এবং যা কিছুর মধ্য দিয়ে গিয়েছি, এ কারণে আমি আগের চেয়ে অনেক শান্ত আছি।”
মেসি বলেন, “আমি বিষয়গুলো আরও বেশি উপভোগ করার চেষ্টা করছি এবং প্রতিটি মুহূর্তে আনন্দে থাকার চেষ্টা করছি, তাড়াহুড়া একদমই করছি না। কেবল নির্দিষ্ট মুহূর্তটি উপভোগ করছি এবং যখন খেলার সময় হবে তখন আমরা ম্যাচটি কেমন হতে চলেছে সেদিকে মনোনিবেশ করবো।” তবে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে ফাইনালে ওঠা কলম্বিয়াকে সমীহ করছেন মেসি। আর্জেন্টিনা অধিনায়ক বলেন, “আমরা উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচ দেখেছি। আমরা জানতাম, দুই দলই কঠিন প্রতিপক্ষ হবে। কলম্বিয়া দীর্ঘদিন ধরে হারেনি, তাদের ভালো খেলোয়াড় আছে, খুব তীব্রতা নিয়ে খেলে, তাদের গতিশীল ও বৈচিত্র্যময় ফুটবলার আছে। আর এটা ফাইনাল। ফাইনাল সব সময়ই ভিন্ন ধরনের খেলা। পুরো আসরের মতোই আমরা ভালো অবস্থায় আছি।”
এর আগে ১৯৯২-৯৪ সালে ফ্রান্সিসকো মাতুরানার কোচিংয়ে টানা ২৭ ম্যাচ অপরাজিত ছিল কলম্বিয়া। কোচিং ক্যারিয়ারে সব মিলিয়ে চার দফায় কলম্বিয়ার কোচের দায়িত্ব পালন করেন মাতুরানা। তার তৃতীয় দফায় নিজেদের প্রথম ও একমাত্র কোপা আমেরিকা শিরোপা ঘরে তোলে কলম্বিয়া, ২০০১ সালে। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও টুর্নামেন্টের ফাইনালেই উঠতে পারেনি কলম্বিয়া। এবার আর্জেন্টাইন কুশীলব নেস্তর লরেঞ্জোর কোচিংয়ে সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে কলম্বিয়ানরা। ২০২২ সালের জুলাইয়ে কলম্বিয়ার দায়িত্ব নেন লরেঞ্জো। ৫৮ বছর বয়সী সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডারের কোচিংয়ে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি দলটি। এই সময়ে ২৫ ম্যাচ খেলে ১৯টিতে জিতেছে কলম্বিয়া, ৬ ম্যাচ ড্র। দিয়েগো ম্যারাডোনার সঙ্গে ১৯৯০ সালের বিশ্বকাপ ফাইনালে খেলা ডিফেন্ডার ফাইনালে ফেভারিট মানছেন আর্জেন্টিনাকে। তবে প্রতিপক্ষকে দিয়েছেন সতর্কবার্তাও। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসির সাবেক গুরু বলেন, ‘আর্জেন্টিনা ফেভারিট। তবে আমরা ক্ষুধার্ত। আমরা এমন একটা দল যারা নায়ক হতে চায়, যারা কিছু জিততে চায়। ভালো হবে, পুরনো কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে যাচ্ছে।’ ১৯১৬ সালে প্রথম আসরের ফাইনালে খেলা আর্জেন্টিনার কোপা আমেরিকায় এটি ৪৪তম উপস্থিতি। এর চেয়ে বেশিবার কোপায় খেলেছে কেবল উরুগুয়ে (৪৬)। চিলি ৪১, প্যারাগুয়ে ৩৯ ও ব্রাজিল খেলেছে ৩৮ বার। ১৯৪৫ সালে কোপা আমেরিকায় যাত্রা শুরু করে কলম্বিয়া। ওই আসরেই প্রথমবার আর্জেন্টিনার বিপক্ষে খেলার সুযোগ পায় তারা। ম্যাচটি ৯-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল কলম্বিয়া। টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা দলটির সবশেষ হারও এই আর্জেন্টিনার বিপক্ষেই, ২০২২ সালের ফেব্রুয়ারিতে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৪২বার আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে কলম্বিয়া। যার মধ্যে ২৫টিতেই হেরেছে তারা। জেতা ৯ ম্যাচের সর্বশেষটি ২০১৯ সালের কোপা আমেরিকার গ্রুপ পর্বে, ২-০ গোলে। দুই দলের বাকি ৮ ম্যাচ ড্র।
পাঠকের মতামত
ডি মারিয়ার শেষ ম্যাচটা জয় দিয়েই শেষ হউক এই প্রত্যাশা কর।
Colombia Jitle Khushi hobo #Israel Nipat jak