খেলা
বাংলাদেশে অলিম্পিক ডে পালন
স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৪, রবিবার
প্রতি বছরের ন্যয় এবারও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন অলিম্পিক ডে পালন করেছে। গতকাল বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে রোলার স্কেটিং কমপ্লেক্সে এসে শেষ হয় র্যালি। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম আরম্ভ হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিওএ’র সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পতাকা উত্তোলন করেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং বিওএ’র পতাকা উত্তোলন করেন অলিম্পিক ডে সাংগঠনিক কমিটির আহবায়ক এবং বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। বিওএ’র সভাপতি প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে অলিম্পিক ডে ২০২৪ উদ্বোধন ঘোষণা করেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২৩ জুন অলিম্পিয়াড ডে হিসেবে পালন করে। আইওসি’র অধিভুক্ত সকল দেশ নিজেদের সুবিধাজনক সময়ে এই দিনটি উদযাপন করে। এবার ২৩ জুন ঈদের পরপর হওয়ায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন দুই সপ্তাহ পর গতকাল এই দিবস উদযাপন করেছে।