ঢাকা, ১৬ জুন ২০২৫, সোমবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

খেলা

কোপার চ্যাম্পিয়ন দল পাবে ১৮৮ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক

(১১ মাস আগে) ১৩ জুলাই ২০২৪, শনিবার, ৭:২৪ অপরাহ্ন

mzamin

প্রত্যেক টুর্নামেন্টের মতো কোপা আমেরিকাতেও অংশগ্রহণকারী দল পাবে নগদ অর্থ। এবারের আসরে অংশ নিয়েছিল ১৬টি দল। এজন্য দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনকে (কনমেবল) বাড়তি প্রণোদনা হিসেবে রেকর্ড ৭২ মিলিয়ন ডলার বিতরণ করেছে। কনমেবল জানিয়েছে, অংশগ্রহণকারী প্রতিটি দল পাচ্ছে ২ মিলিয়ন ডলার করে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলা প্রতিটি দল পাচ্ছে ৪ মিলিয়ন ডলার করে। এমনকি চতুর্থ স্থান অধিকারী দলও পাবে ৪ মিলিয়ন ডলার। তৃতীয় স্থান অধিকারী দল পাচ্ছে ৫ মিলিয়ন এবং রানার্সআপ পাবে ৭ মিলিয়ন ডলার। আর কোপার শিরোপাজয়ী দল ট্রফি উঁচিয়ে ধরার পাশাপাশি পাবে ১৬ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার যা বাংলাদেশি মুদ্রায় ১৮৮ কোটি ৩৬ হাজার ৮০০ টাকা। এটি ২০২১ সালের চেয়ে ৬ মিলিয়ন ডলার বেশি। গত আসরে ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়ে ট্রফি হাতে আর্জেন্টিনা জিতেছিল ১০ মিলিয়ন মার্কিন ডলারও। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা পেয়েছিল ৪২ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৯৩ কোটি ৫০ লাখ ৯৬ হাজার ৬০০ টাকা)। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতায় কনমেবল তাদেরকে আরও ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেয়। তবে ঐ বছর ফিনালিসিমা থেকে কত পুরস্কার পেয়েছিল তা প্রকাশ করেনি আর্জেন্টিনা ও ইতালির ফুটবল ফেডারেশন।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status