অনলাইন
কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের মামলা
অনলাইন ডেস্ক
(৮ মাস আগে) ১৩ জুলাই ২০২৪, শনিবার, ৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি কর্মকর্তাদের মারধর ও হামলার অভিযোগে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজারবাগ পুলিশ লাইনসের পরিবহন শাখার চালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা বহু শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা তুলে দিয়ে জারি করা পরিপত্র গত ৫ জুন হাইকোর্ট অবৈধ ঘোষণার করার পর সেই পরিপত্র ফিরিয়ে আনার দাবিতে, অর্থাৎ কোটা তুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা মাঠে নামেন। ১ জুলাই থেকে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। গত সপ্তাহের মঙ্গলবার বাদ দিয়ে প্রতিদিনই ‘বাংলা ব্লকেড’ নামে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
পাঠকের মতামত
যেকোন আন্দোলন সংগ্রাম দমন পন্ড বা নিষ্ক্রিয় করার সরকারী মোক্ষম উপায় হলো পুলিশ আদালতের উপর তার দায় ছেড়ে দেওয়া।তা যদি নির্মোহ নিরপেক্ষ হতো তাতে কোন সমস্যা ছিল না কিন্ত বাংলাদেশে সত্যিকারের ন্যায় বিচার নাই। সমস্যা এখানেই। কোন পক্ষের তুষ্টিতে আইন চলে আদালত চলে পুলিশ চলে। এমতাবস্থা থেকে মুক্তিতে সরকারের অপসারণ ব্যতিত ন্যায় বিচার পাওয়া রায় পাওয়া সম্পূর্ণ অসম্ভব। সুতরাং এবার কিসের আন্দোলন করা উচিত তা ছাত্রসমাজ অভিভাবক সমাজ আর রাজনৈতিক সমাজকে এখনই ভাবা উচিত।
আন্দোলন করবে এতে কোন সমস্যা নেই তবে কারো গায়ে হাত তুললে, ভাঙচুর করলে, সম্পদের ক্ষতিসাধন করলে অবশ্যই শাস্তির মুখে পড়তে হবে।
সরকার কতৃক পরিস্থিতি আরও জটিল করা হচ্ছে।
পরিস্থিতি ক্রমশ জটিল মনে হচ্ছে