শেষের পাতা
স্বাধীনতাবিরোধীরা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
১৩ জুলাই ২০২৪, শনিবার![mzamin](uploads/news/main/118399_sadhi.webp)
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, স্বাধীনতাবিরোধী ও বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যায় জড়িতরা কোটা আন্দোলনে ষড়যন্ত্র ও নাশকতায় জড়িত। সর্বোচ্চ আদালতের আদেশ মেনে কোটা আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। শুক্রবার নিজ নির্বাচনী এলাকার আখাউড়ায় মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি সকাল সোয়া ১০টায় ঢাকা থেকে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছান। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী আইনমন্ত্রীকে স্বাগত জানায়। কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ১৭ জন সদস্যসহ হত্যা করেছিল। সেই প্রেতাত্মারা আজকে কিছুটা হলেও ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না থাকার কথা অস্বীকার করতে পারবো না। এটা আপনারাও বুঝতেছেন আমরাও বুঝতেছি। কিন্তু আমার বিশ্বাস নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা কোটার ব্যাপারে তাদের বক্তব্য প্রকাশ করেছে। সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছে সেই আদেশ তারা মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে। আমি বিশ্বাস করি তারা জনগণের অসুবিধা হোক জনগণ দুঃখ কষ্ট ভোগ করুক সেইগুলো পরিহার করে তারা তাদের ব্যবস্থা নিবে।
কোটা বিরোধী আন্দোলনকারীরা যদি ঘরে ফিরে না যায় সেক্ষেত্রে সরকারের অবস্থান কি হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব হলো জনগণের জানমাল রক্ষা করা। জনগণের সুবিধা ও অসুবিধা দেখা। সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সেক্ষেত্রে সরকারের দায়িত্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর মেয়র ও সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
পাঠকের মতামত
আর কতো একই পুরানো প্যাচাল? স্বাধীনতাবিরোধী যে আসলে কারা তা তো দেশের পাবলিক এখন হাড়ে হাড়েই টের পেয়ে গেছে। এখন এই বেফাঁস কথায় নিজেদেরকেই ষড়যন্ত্রের জন্য দায়ী করা হয়ে গেল না? যুক্তির কথা তো কোটা সংস্কার আন্দোলনের ছেলেমেয়েরাই বলছে। আর তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভিনদেশের দাসানুদাসেরা। আবার বসে বসে পান চিবায় আর খেজুরে আলাপ ঝাড়ে।
কয়টা প্রজন্ম কোটার সুবিধা পাবে সেটা যদি একবারে ক্লিয়ার করতেন তাহলে একটু নিশ্চিন্তে ঘুমাতে পারতাম।
মন্তব্য করুন
শেষের পাতা থেকে আরও পড়ুন
![Hamdard](advert/static/advert-img/cc.webp)