অনলাইন
স্বাধীনতাবিরোধীরা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত: আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক
(১১ মাস আগে) ১২ জুলাই ২০২৪, শুক্রবার, ৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শুক্রবার সকালে ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতা করেছিল এবং যারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের ১৭ জন সদস্যসহ হত্যা করেছিল, সেই প্রেতাত্মারা আজকে কোটা সংস্কার আন্দোলনের নামে কিছুটা হলেও ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে, এটি অস্বীকার করতে পারবো না।
আইনমন্ত্রী বলেন, এটা আপনারাও বুঝতেছেন আমরাও বুঝতেছি, কিন্তু আমার বিশ্বাস যারা নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা, যারা কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং এর প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছেন, সেই আদেশ মেনে তারা ঘরে ফিরে যাবেন। আমি বিশ্বাস করি আন্দোলনকারীরা জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ-কষ্ট ভোগ করুক-সেগুলো পরিহার করে তাদের ব্যবস্থা নিবে। আমার মনে হয় তারা ঘরে ফিরে যাবে।
জনগণের জানমাল রক্ষা করা এবং তাদের সুবিধা-অসুবিধা দেখা সরকারের দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে, সরকারকে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের নবনির্মিত বাসভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ নিজ নির্বাচনী এলাকায় আসেন তিনি।
আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীসহ আরও অনেকে আইনমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত
এটাই হল আসল কথা।
স্বাধীনতার ৫৩ বছর পরও শুনতে হয়, স্বাধীনতা বিরোধী। ন্যায্য দাবী আদায় করার আন্দোলন কি করে স্বাধীনতা বিরোধী হয়।
আওয়ামী লীগ আন্দোলনের নাম শুনলে আতংকে ভুগে।
এরাই শুধু মুক্তিযোদ্ধা, বাকি সব রাজাকার।
গণদাবী যদি স্বাধীনতা বিরোধী হয়, তবে আমি স্বাধীনতা বিরোধী!
''এতোক্ষনে অরিন্দম কহিলা বিষাদে''!
স্বাধীনতা মানে কী? যে স্বাধীনতায় অন্যের অনুমতি নিয়ে বিদেশে যেতে হয়?
জিয়াউর রহমান জীবনে একটি বড় ভুল করেছিলেন। তিনি খাল কেটে একটি বড় কুমির এনেছিলেন।
দেশের জনগণ কোন কিছুর জন্য ন্যায্য আন্দোলনে নামলেই সেটা হয় বিএনপির, জামায়াত
এটা কেমন কথা যেটা বলে আহমকেরা ! দেশের জনগণ কোন কিছুর জন্য ন্যায্য আন্দোলনে নামলেই সেটা হয় বিএনপির, জামায়াত শিবির অথবা স্বাধীনতা বিরোধীর দ্বারা ? অসভ্যের সীমা থাকে ? ওদের বয়কট করুন যারা কথায় কথায় বিরোধীদের, জামায়াত শিবির এবং স্বাধীনতা বিরোধী বলে আখ্যায়িত করে।