ঢাকা, ২১ জুন ২০২৫, শনিবার, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

খেলা

বিতর্কিত পেনাল্টিতে গোল করে যা বললেন কেইন

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৪, শুক্রবার
mzamin

বিশ্লেষকদের মধ্যেও চলছে বিতর্ক। সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিল মনে করছেন, এটা পেনাল্টি নয়। আবার সাবেক ইংলিশ ফরোয়ার্ড ইয়ান রাইটের ভাবনা উল্টো। যত বিতর্কই থাকুক, নেদারল্যান্ডসের বিপক্ষে ইউরোর সেমিফাইনালে এই পেনাল্টিতেই সমতায় ফেরে ইংল্যান্ড। ইংল্যান্ড অধিনায়ক কেইনের অভিযোগ, তাকে বাধা দেয়া হয়েছিল। বৃটিশ টেলিভিশন আইটিভিকে কেইন বলেন, ‘আমার পা ঝুলে ছিল, অবশ্যই সে আমাকে ধরেছে। মাঝেমধ্যে আপনি এগুলো পাবেন, মাঝেমধ্যে পাবেন না। সুযোগ পেয়ে অবদান রাখতে পেরে ও বল জালে জড়াতে পেরে আমি খুশি। আসলেই চমৎকার এক অনুভূতি।’
তবে এমন পেনাল্টি লজ্জার বলে মনে করেন নেভিল। আইটিভিকে তিনি বলেছেন, ‘ডিফেন্ডার হিসেবে মনে করি, এটা লজ্জার। সহজাতভাবেই শট ঠেকানোর চেষ্টা করা হবে, এটা পেনাল্টি নয়। পেনাল্টি হওয়ার ধারেকাছেও ছিল না। আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি, আমরা জানি না, পেনাল্টি কী। সত্যি বলতে এটা পেনাল্টি নয়। আমার মনে হয় বক্সে এমন শট ঠেকানোর লাইসেন্স আছে।’ রাইটের দাবি একেবারে উল্টো। তার বক্তব্য, ‘এখন যেভাবে পেনাল্টি দেওয়া হয়ে থাকে, সেদিক থেকে দেখলে এটা লাগামহীন (ফাউল) ছিল। এ কারণেই পেনাল্টি দেওয়া হয়েছে। মাঠের অন্য যেকোনো জায়গাতেও এটা ফাউলই।’
শেষ পর্যন্ত কেইনের ইংল্যান্ড ম্যাচটি জেতে ২-১ গোলে। তাতে প্রথমবারের মতো নিজ দেশের বাইরে আয়োজিত কোনো বড় টুর্নামেন্টে ফাইনালের টিকিট পায় ‘থ্রি লায়ন’রা। পাশাপাশি টানা দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে তারা। দলকে নিয়ে স্বাভাবিকভাবেই গর্বিত কেইন, ‘ইতিহাস লেখা হলো। অসাধারণ অর্জন। দলের সবাইকে নিয়ে আমি গর্বিত, প্রত্যেক খেলোয়াড়কে নিয়ে। আমরা যা করেছি এবং দেশের বাইরে খেলতে এসে এমন অর্জন, তা সত্যিই স্পেশাল। আর এক ধাপ বাকি, আগামী রোববার সেই ধাপটা পার হতে হবে।’

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status