ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

মেসির রেকর্ড ভেঙে পেলের পাশে রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৪, শুক্রবার
mzamin

উরুগুয়ের বিপক্ষে জেফারসন লেরমা কলম্বিয়ার জয়সূচক গোলটা করেন হামেস রদ্রিগেজেরই নেয়া কর্নার কিক থেকে। এই ‘অ্যাসিস্ট’ (গোল বানানো) রদ্রিগেজকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়। কোপার এক আসরে সবচেয়ে বেশি গোল বানিয়ে দেয়ার রেকর্ডে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন রদ্রিগেজ। কলম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার এবারের কোপায় অ্যাসিস্ট করেছেন ৬টি। ২০২১ কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পথে ৫টি অ্যাসিস্ট করেন মেসি। গোল বানিয়ে দেওয়ার এই কীর্তিতে রদ্রিগেজ ছুঁয়েছেন ফুটবলের ‘রাজা’ পেলেকেও। ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পর লাতিন আমেরিকার প্রথম খেলোয়াড় হিসেবে বড় কোনো টুর্নামেন্টে ৬টি অ্যাসিস্ট করলেন রদ্রিগেজ অথচ এই রদ্রিগেজেরই সর্বশেষ কোপা আমেরিকার কলম্বিয়া দলে জায়গা হয়নি। ফিটনেস ঘাটতিকে কারণ হিসেবে দাঁড় করিয়ে তাকে দল থেকে বাদ দিয়েছিলেন সেই সময়ের কোচ রেইনালদো রুয়েদা। গত কয়েক বছরে এ ক্লাব থেকে ও ক্লাব যাযাবরের মতো ঘুরে বেড়ানো এবং সর্বোপরি ইউরোপীয় ক্লাব ফুটবলের পাট চুকানোয় কেউ কেউ হয়তো তার নান্দনিক ফুটবলশৈলীরও শেষ দেখে ফেলেছিলেন। তবে কলম্বিয়ার কোচ নেস্তর লোরেঞ্জো রদ্রিগেজের ওপর আস্থা রেখেছেন। ম্যাচের পর ম্যাচ পারফর্ম করে ৩২ বছর বয়সী ফরোয়ার্ড সেটারই প্রতিদান দিয়ে যাচ্ছেন। অধিনায়ক হওয়ার পর দলকে একসূত্রে গেঁথেছেন। টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা কিংবা ২৩ বছর পর কোপার ফাইনালে ওঠা সেটারই প্রতিফলন।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status