বিশ্বজমিন
রাজনীতিতে অভিষেক ব্যারন ট্রাম্পের
মানবজমিন ডেস্ক
(৯ মাস আগে) ১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৪:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

নানা জল্পনা কল্পনার পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন ছোটছেলে ব্যারন ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় এটাই তার প্রথম উপস্থিতি। ফ্লোরিডার ডোরালে এক নির্বাচনী প্রচারণায় সগর্বে ট্রাম্প উচ্চারণ করেন- ব্যারন ট্রাম্প! এই প্রথমবার সে নির্বাচনী প্রচারণায়। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিল। এতে বলা হয়, ডনাল্ড ট্রাম্পের সবচেয়ে ছোট সন্তান ব্যারন। তার বয়স এখন ১৮ বছর। মঙ্গলবার তিনি পিতার নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে রাজনীতিতে নিজের অভিষেক ঘটালেন। তবে তার মা, সাবেক ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প এর আগে বলেছিলেন- তিনি ব্যারনকে রাজনীতি থেকে দূরে রাখতে চান। আগে তার পড়াশোনা শেষ করাতে চান। এ জন্য সব সময় তাকে সঙ্গ দিতে চান। পড়াশোনা শেষ করে তারপর সে সিদ্ধান্ত নেবে কি করবে। তাকে সময় দেয়ার কারণে নির্বাচনী প্রচারণায় মেলানিয়াকে এবার দেখা যায়নি।
এ পর্যন্ত ট্রাম্পের অন্য দু’সন্তান ডনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প বেশ কয়েকটি ইভেন্টে প্রচারণায় অংশ নিয়েছেন। ব্যারোনের মতো মেলানিয়াকে নির্বাচনী প্রচারণায় খুঁজে পাওয়া যায়নি। এমনকি গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সরাসরি টেলিভিশন বিতর্কের সময়ও ট্রাম্পের পাশে দেখা যায়নি মেলানিয়াকে। মঙ্গলবার পিতা ট্রাম্পের অনুরোধে ব্যারন নির্বাচনী প্রচারণায় উপস্থিত হয়ে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। তাদের হাততালি ও উল্লাসের জবাব দেন তিনি। এ সময় নিজের সন্তান সম্পর্কে গর্বিত ট্রাম্প বলেন, কলেজগামী ব্যারন যেসব স্কুলে আবেদন করেছিল সবটাতেই পড়ার সুযোগ পেয়েছে। তিনি যখন ব্যারনকে ‘ভেরি গুড গাই’ হিসেবে বর্ণনা করেন তখন জনতার মধ্যে উল্লাস দেখা দেয়।
ট্রাম্প বলেন, এটাই প্রথমবার সে রাজনৈতিক র্যালিতে এসেছে। এটাই প্রথমবার, ঠিক? তিনি আরও বলেন, তুমি খুব বেশি জনপ্রিয়। ডনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পের চেয়ে তাকে অনেক বেশি জনপ্রিয় হতে হবে। আমরা এটা নিয়েই আলোচনা করি। তাই ব্যারন, এখানে তোমাকে পেয়ে আমরা গর্বিত। তিনি বলেন- ব্যারনের একটি চমৎকার, সহজ জীবন আছে। কিন্তু এখন তা সামান্য পাল্টে গেল। র্যালি থেকে জনতার উদ্দেশে হাত নাড়ছেন ব্যারন- এমন ছবি পোস্ট করেছেন ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল। এ বছরের শুরুর দিকে ট্রাম্প বলেন, রাজনীতি নিয়ে তাকে পরামর্শ দেন ব্যারন। তিনি তাকে একজন ‘স্মার্ট বালক’ বলে আখ্যায়িত করেন। ফিলিডেলফিয়াস টক রেডিওতে মে মাসে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বাস্তবেই ব্যারন একজন গ্রেট স্টুডেন্ট। সে রাজনীতি পছন্দ করে। মজা করে। সে আমাকে মাঝে মাঝেই বলে- ড্যাড, তোমার এটা করতে হবে।