অনলাইন
ফার্মগেট-কাওরান বাজার-বাংলামোটরে অবস্থান আন্দোলনকারীদের, সতর্ক অবস্থায় পুলিশ
স্টাফ রিপোর্টার
(৭ মাস আগে) ১০ জুলাই ২০২৪, বুধবার, ২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:২৮ অপরাহ্ন

সরকারি চাকরিতে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ কোটা বাতিল করে অনগ্রসর গোষ্ঠীর জন্য ন্যূনতম মাত্রায় এনে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে রাজধানীর ফার্মগেট, কাওরান বাজার ও বাংলামোটর মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টার দিকে এসব মোড় অবরোধ করেন তারা।
অবরোধে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিল নিয়ে এসব মোড়ে মোড়ে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
ফার্মগেট, কাওরান বাজার ও বাংলামোটর এলাকা ঘুরে দেখা যায়, মূল সড়কগুলোর মুখে রয়েছে ব্যারিকেড। সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ গুরুত্বপূর্ণ যানগুলো ছেড়ে দেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন। সে অনুযায়ী গত রোববার ও সোমবার রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এর একদিন পর আজ বুধবার আবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের সব গুরুত্বপূর্ণ স্থানে সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা।