ঢাকা, ২২ মার্চ ২০২৫, শনিবার, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রমজান ১৪৪৬ হিঃ

অনলাইন

শাহবাগে ‘বাংলা ব্লকেড’

রায় স্থগিত হলেও চলবে আন্দোলন

স্টাফ রিপোর্টার

(৮ মাস আগে) ১০ জুলাই ২০২৪, বুধবার, ১২:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৬ পূর্বাহ্ন

mzamin

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টার পর এ অবরোধ করেন তারা।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে শিক্ষার্থীদের বিশাল মিছিল মধুর ক্যান্টিন, এফবিএস, হল পাড়া, মুহসীন হল, ভিসি চত্বর ও টিএসসি হয়ে শাহবাগে আসে। সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা বলেন, এক দফার আন্দোলন আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘আদালতে রায় স্থগিত হলেও আমাদের আন্দোলন চলবে। কারণ যেকোনো সময় এটি আবার ফিরিয়ে আনা হতে পারে। আমরা চাই বিষয়টির চূড়ান্ত সমাধান। স্থগিত কোনো সমাধান হতে পারে না।’

এদিকে কোটা বাতিল আন্দোলনের নামে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারদের সদস্যরা। পূর্বঘোষণা অনুযায়ী বুধবার সকাল ১০টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন।

এর আগে, আজ বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ৯টা ৫৫ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য বেলা সাড়ে ১১টায় সময় নির্ধারণ করেন।

পাঠকের মতামত

একজন নামীদামি ইতিহাসবিদ বলেছেনঃ কোটা পদ্ধতি আমাদের সংবিধান বিরোধী তাই যদি হয় তাহলে হাইকোর্ট এই রায় দেয় কি ভাবে? যদি ভুল হ'য়ে থাকে তবে তা আপিল বিভাগ তা খারিজ করতে পারে, যদি না করে তবে বুঝতে হবে এটা ফরমাশি রায়।

আহমেদ
১০ জুলাই ২০২৪, বুধবার, ১:৫৮ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া/ আমাকে হত্যা করতে কর্নেল জিয়াকে নির্দেশ দেয়া হয়

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status