খেলা
‘এবার তুরস্ককে ভিন্ন চোখে দেখতে হবে’
স্পোর্টস ডেস্ক
৮ জুলাই ২০২৪, সোমবার
খেলা ছিল শেষের দিকে। ১ গোলে এগিয়ে ছিল তুরস্কই। হঠাৎ স্বপ্নভঙ্গ, ৬ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব। শেষের দিকে ৬ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ২-১ ব্যবধানে নেদারল্যান্ডসের কাছে হার দেখলো তুর্কিরা। তবে গোটা টুর্নামেন্টে দল যেভাবে খেলেছে, তাতে উচ্ছ্বসিত তুরস্কের কোচ ভিনসেঞ্জো মন্তেল্লা। এবারের পারফরম্যান্সকে তিনি দেখছেন ভিত হিসেবে, এখান থেকেই গড়তে চান সাফল্যের সৌধ।
এবারের ইউরোতে নান্দনিক ও আগ্রাসী ফুটবল খেলে নজর কেড়েছে তুরস্ক। শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৫তম মিনিটে আর্দা গুলারের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে তুরস্ককে ১-০ ব্যবধানে এগিয়ে নেন সামেত আকায়দিন। ৭০তম মিনিটে মেম্ফিস ডিপাইয়ের কর্নার থেকে বল পেয়ে দারুণ হেডে সমতা ফেরান স্টেফান ডি ফ্রাই । ৭৬ মিনিটে তুরস্কের মের্ত মুল্ডারের আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পায় ডাচরা। এই হারে বিদায়ের বেদনা ছাপিয়ে তুরস্কের কোচ ভিনসেঞ্জো মন্তেল্লা কথা বলেন প্রাপ্তি নিয়ে। ইতালিয়ান এই কোচ বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের টিম স্পিরিট দারুণ ছিল, আমাদের সমর্থকরা যেভাবে দলের পাশে থেকেছেন তা ছিল অনন্য। আমাদের দল যেভাবে খেলেছে, যেভাবে নিজেদের মেলে ধরেছে এবং মানিয়ে নিয়েছে, তা ছিল দুর্দান্ত। আমাদের একটি স্বপ্ন ছিল এবং আমরা স্বপ্নের খুব কাছাকাছি গিয়েছিলাম। আমরা যেভাবে খেলেছি এবং এই দলের যেমন মানসিকতা, তা ধরে রাখতে হবে আমাদের এবং পরের আসরে এটিকে বয়ে নিতে হবে।’ মন্তেল্লা সবচেয়ে বেশি খুশি হয়েছেন ফুটবলে তুরস্কের ভাবমূর্তি বদলে দিতে পারায়। তার মতে, এই দলকে নিয়ে এখন দৃষ্টিভঙ্গি বদলাবে সবার। মন্তেল্লা বলেন, ‘দলকে নিয়ে অবশ্যই গর্ব করতে হবে আমাদের। দারুণ উজ্জীবিত হয়ে খেলেছে ওরা, তুর্কি চেতনা নিয়ে খেলেছে। তুরস্কের মানুষদের ভালোবাসা আমরা অনুভব করেছি এবং দলকে নিয়ে আমি গর্বিত। এই ইউরোর পর তুরস্ককে ভিন্ন চোখে দেখতে হবে।’ রিয়াল মাদ্রিদে খেলা তুরস্কের আর্দা গুলার টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলেন। গুলারের প্রশংসায় মন্তেল্লা বলেন, ‘তার বয়স এখনো ২০ হয়নি, সে যা খেলছে দুর্দান্ত। এবারের ইউরো তার জন্য বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দেবে। ওর ভবিষ্যত উজ্জল।’