বিনোদন
কঙ্গনাকে চড় মারা সেই নারীকে যে শাস্তি দেওয়া হয়েছে!
বিনোদন ডেস্ক
(৬ মাস আগে) ৪ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩৪ পূর্বাহ্ন
চণ্ডীগড় বিমানবন্দরে বলিউড অভিনেত্রী এবং মান্ডি লোকসভা আসনের সংসদ সদস্য কঙ্গনা রানাউতকে চড় মারার ঘটনায় সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কৌরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা যায়, সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কৌরকে বেঙ্গালুরুতে বদলি করা হয়েছে। অভিনেত্রী-বিজেপি এমপির সঙ্গে বিমানবন্দরের ঘটনার এক মাসেরও কম সময়ের মধ্যেই শাস্তি দেওয়া হয়েছে সেই অফিসারকে। এছাড়াও সিআইএসএফ এর একজন মুখপাত্র বলেন, কনস্টেবল কুলবিন্দর কৌর, যিনি বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউতকে থাপ্পড় মারেন, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এখনও চলছে। প্রসঙ্গত, গেলো জুন মাসে অভিনেত্রী নয়াদিল্লিতে যাওয়ার পথে চণ্ডীগড় বিমানবন্দরে দায়িত্বরত একজন নারী সিআইএসএফ কনস্টেবল তাকে চড় মারেন। সেই নারী জানিয়েছিলেন, কৃষকদের আন্দোলনের সময় পাঞ্জাবে নারীদের সম্পর্কে কঙ্গনার মন্তব্যে অসন্তুষ্ট হয়েছিলেন বলে এমন কাণ্ড ঘটিয়েছেন।
ঘটনার পর অভিনেত্রী একটি ভিডিও বার্তায় বলেন, আমি মিডিয়া এবং আমার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রচুর ফোন পেয়েছি। আমি নিরাপদ, পুরোপুরি ভালো আছি। আজ চণ্ডীগড় বিমানবন্দরে যা ঘটেছিল তা অবাক করা। সিকিউরিটি চেক করার পর যখন আমি চলে যাই, তখন সিআইএসএফ কর্মী আমার গালে আঘাত করে। সে আমাকে গালিও দিয়েছে। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম কেন সে এটা করেছিল, সে আমাকে বলে যে কৃষকদের বিক্ষোভকে সমর্থন করায়। কিন্তু, আমার উদ্বেগের বিষয় হল, আমরা কীভাবে পাঞ্জাবে সন্ত্রাসের মোকাবেলা করব?
কঙ্গনা রানাউত মুসলিমবিদ্বেষী একজন অভিনেত্রী এবং বর্তমান সংসদ সদস্য। তাঁর মধ্যে প্রচন্ড উগ্রতা রয়েছে। আমি তাকে নায়িকা হিসেবে যতটুকু ইতিবাচক দেখতাম এখন কিন্তু তা আর রইলো না। তাঁর এই উগ্রতা ও হিংসাত্মক মনোভাবের কারণে সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কৌর তাঁর প্রতি বিরূপ মনোভাব দেখাতে বাধ্য হয়েছে।
আপনাদের প্রতিবেদন অনুযায়ী চলচ্চিত্র অভিনেত্রী ও বিজেপির হিমাচলের মান্ডি আসনের এমপি কঙ্গনা রানাওয়াতের ভাষ্যমতে কুলবীন্দর কাউর তোর গালে আঘাত করেছে এতেই তাকে জিজ্ঞাসা করা হলে সে এই বলে জবাব দেয় যে কৃষি আন্দোলন সমর্থন করার জন্য আঘাত করা হয়, আমার প্রত্যক্ষভাবে জানামতে কঙ্গনা রানাওয়াত কিষান বা কৃষি আন্দোলনের সম্পূর্ণ বিরোধী ছিল এবং কৃষক আন্দোলনে অংশকৃত মহিলাদের উপহাস চলে এই বলে মন্তব্য করে যে একশত টাকা ভাড়া করে মহিলাদের কৃষি আন্দোলনে সামিল করা হয়েছে আর ওই কৃষি আন্দোলনের অংশগ্রহণকারী এক মহিলা কুলবীন্দার কাউরের মা ও চিলেন মায়ের অপমানের বদলা নিতে কুলবিন্দার কাউর কঙ্গনা রানাওয়াতের গালে সজরে চড় মেরেছেন। অন্য ভাষায় অনুবাদকৃত প্রতিবেদন প্রকাশে সতর্ক থাকা উচিত।
ইজ্জত যিদি থেকে থাকত তাহোলে চড় খেয়ে ইজ্জত গেছে। এখন হাইকোর্ট করলে কি আর ইজ্জত ফিরে পাওয়া যাবে।