শিক্ষাঙ্গন
এইচএসসি পরীক্ষার দিন বৃষ্টি হলে করণীয় জানালো বোর্ড
স্টাফ রিপোর্টার
(৫ মাস আগে) ৩০ জুন ২০২৪, রবিবার, ৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫৪ অপরাহ্ন
এইচএসসি ও সমমানের পরীক্ষার দিন বৃষ্টি হলে পরীক্ষার সময় সমন্বয় করার নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা যায়, আগামী কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রের মূল ফটক খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে।
রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে আরো বলা হয়, অনিবার্য কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা শুরু করতে আধাঘণ্টা কিংবা এক ঘণ্টা দেরি হলে জরুরি পরিস্থিতি বিবেচনায় সেই আধাঘণ্টা বা এক ঘণ্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন বৃষ্টির কারণে আজ পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অধিকাংশ পরীক্ষার্থী ভিজে কেন্দ্রে প্রবেশ করেছেন। অনেকে বৃষ্টি ও যানজটের কারণে দেরিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছেন।