খেলা
কত ওভারের মধ্যে জিতলে সেমিফাইনালে যাবে বাংলাদেশ?
স্পোর্টস ডেস্ক
(৭ মাস আগে) ২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১২ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার হাতছানি বাংলাদেশের সামনেও।তবে তার আগে পাড়ি দিতে হবে কঠিন পথ। আফগানিস্তান দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তুলেছে ১১৫ রান। সেমিফাইনালে যেতে হলে এই লক্ষ্য পেরিয়ে যেতে হবে ১২.১ ওভারে।
অবশ্য ১২.৫ ওভারে এই রান টপকালেও চলবে বাংলাদেশকে। সে ক্ষেত্রে স্কোর সমান হওয়ার পর একটি ছয় মারতে হবে। অর্থাৎ ১২.৫ ওভারে বাংলাদেশকে করতে হবে ১২১ রান। আবার ১২.৩ ওভারে আফগানিস্তানকে টপকাতে পারলেও সেমিফাইনালে যাবে বাংলাদেশ। সে ক্ষেত্রে ১২.৩ ওভারে করতে হবে ১১৯ রান।
আজ শুরু থেকেই আঁটসাঁট বোলিং করেন তানজিম হাসান, তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান। বাংলাদেশের পক্ষে ২৬ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রিশাদ। এছাড়া ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় ১ উইকেট নেন তাসকিন আহমেদ।