ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

এমন স্নায়ুক্ষয়ী ম্যাচ আর খেলতে চান না মার্করাম

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৪, মঙ্গলবারmzamin

টানা সাত ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেছে সেমিফাইনালে। এরমধ্যে পাঁচটি ম্যাচ তারা জিতেছে তুমুল উত্তেজনার মধ্যে শেষ মুহূর্তের চাপ সামলে। ২০১৪ সালের পর সেমিফাইনাল নিশ্চিত করা দলটির অধিনায়ক এইডেন মার্করাম সামনের দিনগুলোতে এমন ম্যাচ আর খেলতে চান না। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে নিউ ইয়র্কে ৭৭ রানে অলআউট করে দিয়ে ৬ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। মূলত এর পর থেকে প্রতিটি ম্যাচেই তারা জিতেছে বেশ কম ব্যবধানে। গ্রুপ পর্বে ৪ উইকেট, ৪ রান ও ১ রানে জেতার পর সুপার এইটে এসে তারা প্রথম দু’টি ম্যাচ জেতে ১৮ রান ও ৭ রানে। এমন ব্যবধানে জেতার কারণে নেট রান রেটেও বেশ পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। মূলত সে কারণেই প্রথম দু’টি ম্যাচ জেতার পরও গতকাল অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য হয়ে উঠেছিল ‘নকআউট’। রান তাড়ায় বৃষ্টি-বিরতির পর ১৭ ওভারে লক্ষ্য দাঁড়িয়েছিল ১২৩ রান, ৩ উইকেটে ৭৪ রান তুলে ফেলে তারা। তবে এরপর ১৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। এ ম্যাচ জেতার পর অধিনায়ক মার্করাম বলেন, ‘সেমিফাইনালে যাওয়াটা অনেক স্বস্তির, তবে আমরা এটিকে মাথায় চড়তে দেবো না। ব্যাট হাতে আমরা আরও দাপুটে হতে চাই। বৃষ্টি-বিরতির পর উইকেট ভালো আচরণ করছিল, সেখানেই ম্যাচ শেষ করে দেয়ার মতো জুটি পাইনি। ম্যাচ বেশি আগেভাগে শেষ করতে চেয়েছি।’ অফ স্পিনার রোস্টন চেইসকে মারতে গিয়ে আউট হন ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস ও কেশব মহারাজ। সে প্রসঙ্গে মার্করাম বলেন, ‘আমাদের জন্য (এ জয়) বিশাল, ড্রেসিংরুমের জন্যও দারুণ। তবে আশা করি (সামনে এগোতে) আমরা এমন জটিল অবস্থায় পড়বো না। আমরা দারুণ বোলিং করেছি বলে মনে হয়, কন্ডিশন বুঝেছি, তাদের গড়পড়তার চেয়ে কম সংগ্রহে রাখতে পেরেছি। জুটি গড়ার ব্যাপারটি বুঝতে হবে। ম্যাচ আগেভাগে শেষ করার ভক্ত আমি, তবে আজ (গতকাল) সেটি একটু বেশিই আগে করে ফেলতে চেয়েছি। এখানে শেখার ব্যাপার আছে। আশা করি (ভুলের) পুনরাবৃত্তি করবো না।’ টসে জিতে ফিল্ডিং নিয়ে দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে বেশ চমকই দেখা যায়। এক প্রান্তে নিজে বোলিং ওপেন করেন। শুধু তাই নয়, টানা ৪ ওভার করেন মার্করাম। ১৮তম ওভারের আগে পেসার কাগিসো রাবাদাকে বোলিংয়েই আনেননি তিনি। বাঁহাতি রিস্ট স্পিনার তাবরেজ শামসি আসেন দশম ওভারে। অবশ্য ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা শামসিই। নিজেদের বোলিং কৌশলের ব্যাখ্যা দক্ষিণ আফ্রিকা অধিনায়ক দিয়েছেন এভাবে, ‘আমরা  শামসিকে নিয়েছি, একজন রহস্য স্পিনারকে রাখতে চেয়েছি। আমরা সম্ভাব্য একটা সুযোগ দেখেছি। পাওয়ার প্লেতে স্পিন আনার পর দেখেছি টার্ন পাওয়া যাচ্ছে। ফলে এর পর থেকে যতটা সম্ভব স্পিনারদের আনতে চেয়েছি আমরা।’ টানা ছয় ম্যাচ জেতার পরও ছিটকে যাওয়ার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে গেল দক্ষিণ আফ্রিকা। তবে তাদের প্রতিপক্ষ ঠিক হয়নি এখনো। অন্য গ্রুপে কোন দু’টি দল শেষ চারে উঠবে, সেটি নিশ্চিত নয় এখনো। কাগজে-কলমে সম্ভাবনা আছে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ এই চার দলেরই। প্রতিপক্ষ কে হবে, সেটি নিয়ে কিছু ভাবতে চান না মার্করাম। তবে সম্ভাব্য সে প্রতিপক্ষকে একটা হুমকি দিয়ে রাখলেন তিনি, ‘আমরা নিজেদের সেরা ক্রিকেট ম্যাচটি এখনো খেলিনি। সেমিফাইনালে সেটি করার চেষ্টা করবো।’
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status