খেলা
বলিভিয়াকে হারিয়ে কোপায় দূর্দান্ত শুরু যুক্তরাষ্ট্রের
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ২৪ জুন ২০২৪, সোমবার, ১:২৪ অপরাহ্ন

বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের পুরো সময়ে একের পর এক আক্রমণে বলিভিয়ানদের তটস্থ রেখেছিল মার্কিনিরা। ম্যাচ শুরুর মাত্র তিন মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা।
টেক্সাসে ম্যাচের তৃতীয় মিনিটেই যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন পুলিসিক। শর্ট কর্নার থেকে বল পেয়ে পুলিসিক দৌড়ে চলে যান পেনাল্টি এরিয়ায়। সেখানে ডান পায়ের শটে জাল কাঁপান যুক্তরাষ্ট্র অধিনায়ক। ৪৪ মিনিটে আবার তার অ্যাসিস্টে দ্বিতীয় গোলটি করেছেন ফোলারিন ব্যালোগান।
৬টি দল কোপা আমেরিকার এবারের আসরের অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছে। এরমধ্যে বলিভিয়া অন্যতম। ‘সি’ গ্রুপ থেকে যুক্তরাষ্ট্র পরের গ্রুপে যাওয়ার জন্য ফেভারিট, আছে উরুগুয়েও। এই পরাজয়ে ২০১৫ সালের পর থেকে টানা ১৩ ম্যাচে হারের নজির রেখেছে বলিভিয়া। ৩১ ম্যাচেও জয়ের রেকর্ড মাত্র একটি।
যুক্তরাষ্ট্র পরবর্তী ম্যাচ খেলবে বৃহস্পতিবার। প্রতিপক্ষ পানামা। তার পর ১ জুলাই গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে।