বিশ্বজমিন
হজযাত্রীদের মৃত্যুর ঘটনায় পর্যটন কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ মিশরের
মানবজমিন ডেস্ক
(৬ মাস আগে) ২৩ জুন ২০২৪, রবিবার, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২২ অপরাহ্ন
এবছর হজযাত্রীদের মৃত্যুর ঘটনায় পর্যটন কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে মিশর। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, অন্তত ১৬টি পর্যটন প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করেছে কায়রো। সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজযাত্রীদের মৃত্যুর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিলের পাশাপাশি তাদের বিচারের জন্য পাবলিক প্রসিকিউটরের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত প্রকটি দল শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
এ বছরের হজে পবিত্র নগরী মক্কায় মিশরের ৫৩০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মেডিকেল এবং নিরাপত্তা সূত্র। নিহতদের মধ্যে ৩১ জন দীর্ঘদিনের অসুস্থতার কারণে মারা গেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলির নেতৃত্বে গঠিত একটি ইউনিট। যেসব হাজী মারা গেছেন তাদের পর্যটন প্রতিষ্ঠানগুলো কোনো ধরণের মেডিকেল সুবিধা প্রদান করেনি বলে অভিযোগ করেছে সরকারি ওই তদন্ত কামিটি। তবে যেসকল প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করা হয়েছে সেগুলোর কোনো নাম প্রকাশ করেনি তারা। অভিযোগ রয়েছে, মিশরের এসব পর্যটন প্রতিষ্ঠানগুলো হজযাত্রীদের ভ্রমণ ভিসায় সৌদি আরবে নেওয়ার পর হজ ভিসা বলে চালিয়ে দেয়।
উল্লেখ্য- এর আগে বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়েছে, এবার পবিত্র হজে তীব্র গরমে অসুস্থ হয়ে বা হিটস্ট্রোকে মারা গেছেন কমপক্ষে এক হাজার হাজী। এর মধ্যে ভারতীয় আছেন ৬৮ জন। এএফপির ওই খবরে ৬৫৮ মিশরীয় মারা যাওয়ার তথ্য মিলেছে। এছাড়া আরবের একজন কূটনীতিকের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে নিহতদের বেশির ভাগই অনিবন্ধিত।