বিনোদন
বিয়ে করেছেন নাদিয়া
স্টাফ রিপোর্টার
২২ জুন ২০২৪, শনিবার
বিয়ে করেছেন ছোটপর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। পারিবারিক আয়োজনের মধ্যদিয়ে নাট্যশিল্পী সালমান আরাফাতের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন। শুক্রবার রাতে বিয়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন নাদিয়া। এদিন ফেসবুকে বরকে ট্যাগ করে নিজের বৈবাহিক স্ট্যাটাস যুক্ত করেন তিনি। সামাজিক মাধ্যমে শেয়ার করা তাদের প্রথম ছবিটিতে দেখা যায়, বিয়ের মঞ্চে বরের মুখোমুখি বসে আছেন নাদিয়া। ছবির ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ্! একইভাবে নাদিয়ার বরও দু’জনের ছবিটি শেয়ার করে লিখেন, আলহামদুলিল্লাহ্। তাদের দু’জনকেই একেবারে সাদা পোশাকে দেখা গেছে। দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজের কারও উপস্থিতি চোখে পড়েনি। তবে বিয়ের ছবি প্রকাশ করতেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নাদিয়া। এ সময় জুটিকে ভালোবাসা ও অভিনন্দন জানিয়েছেন সহকর্মীসহ তার ভক্ত-অনুরাগীরা। নাদিয়াকে অভিনন্দন জানান তাসনিয়া ফারিণ, অন্তু করিম, মুকিত জাকারিয়া, শাহনাজ খুশী, মনিরা মিঠুসহ শোবিজ অঙ্গনের অনেকেই। উল্লেখ্য, ২০০৮ সালে মডেলিং-এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন নাদিয়া। এরপর টিভিসি করে বেশ পরিচিতি পান এবং পরে ছোটপর্দায় কাজ করতে শুরু করেন। দেশের শোবিজ অঙ্গনে একযুগ পার করে দিয়েছেন তিনি।