বিশ্বজমিন
চীন-পাকিস্তান সম্পর্কে ফাটল ধরাতে পারবে না কেউ: পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী
মানবজমিন ডেস্ক
(৯ মাস আগে) ১৭ জুন ২০২৪, সোমবার, ৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২৪ অপরাহ্ন

পাকিস্তান ও চীনের মধ্যে সম্পর্কে ফাটল ধরাতে পারবে না কেউ। চীনকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এমন নিশ্চয়তা দিয়ে আরও বলেছেন, পাকিস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের ফুলপ্রুফ নিরাপত্তা দেয়া হবে। রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চীনা দূতাবাসে চীনের রাষ্ট্রদূত জিয়াং জেডংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন মোহসিন নাকভি। এ সময় চীনের প্রতি এমন আস্থা প্রকাশ করেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, সম্প্রতি চীন সফর করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে উভয় পক্ষ। এ ছাড়া পাকিস্তান-চীন সম্পর্ককে আরও উৎসাহিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাকিস্তানে চীনা নাগরিকদের নিরাপত্তায় কি কি ব্যবস্থা নেয়া হযেছে তাও উঠে আসে আলোচনায়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীনে সম্প্রতি প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের বন্ধুত্ব শক্তিশালী হয়েছে। পাকিস্তানকে সবসময়ই সমর্থন দেয় চীনের শীর্ষ নেতৃত্ব। ইসলামাবাদ সহ পাকিস্তানজুড়ে চীনা নাগরিকদের সুরক্ষায় কি কি ব্যবস্থা নেয়া হয়েছে সে সম্পর্কে চীনা দূতকে অবহিত করেন তিনি। সিপিইসি এবং অন্য প্রকল্পগুলোতে চীনা ইঞ্জিনিয়ার ও স্টাফদের নিরাপত্তা পরিকল্পনার কথাতুলে ধরেন। মোহসিন নাকভি বলেন,চীনা নাগরিকদের নিরাপত্তায় ব্যাপক ও কার্যকর একটি পুলিশ টিম গঠন করা হয়েছে। ইসলামাবাদে বিদেশি নাগরিকদের জন্য আলাদা একটি বাহিনী ‘এসপিইউ’ গঠন করা হচ্ছে। পাকিস্তানে যেসব চীনা ভাইয়েরা নির্মাণ ও পাকিস্তানের উন্নয়নে কাজ করছে তাদের নিরাপত্তায় অগ্রাধিকার দিয়েছে সরকার।
মোহসিন নাকভি বলেন, পাকিস্তান ও চীনের চিরন্তন বন্ধুত্বে কেউই ফাটল ধরাতে পারবে না। দ্বিপক্ষীয় সম্পর্কে কাউকে কখনো ষড়যন্ত্র করতে দেয়া হবে না। মিটিং সম্পর্কে চীনা দূত বলেন, পাকিস্তান এবং চীন হলো বন্ধু এবং লৌহকঠিন ভ্রাতৃত্ব বিদ্যমান। পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে বেইজিং খুব বেশি গুরুত্ব দেয়। চীনা নাগরিকদের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হযেছে তাতে সন্তোষ প্রকাশ করেন তিনি। এর আগে এ মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে ৪ থেকে৮ই জুন পর্যন্ত চীন সফর করেন। এই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি সহ অন্য শীর্ষ কর্মকর্তাদেরসঙ্গে সাক্ষাৎ করেন।