ঢাকা, ২৬ জুন ২০২৪, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

পশু কোরবানির সময় আহত হয়ে ঢাকা মেডিকেলে ৯৪ জন

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ১৭ জুন ২০২৪, সোমবার, ২:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২৯ অপরাহ্ন

mzamin

রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে নানাভাবে আহত হয়ে এ পর্যন্ত ৯৪ জন চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 
ঢামেকের জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান জানান, কোরবানি করতে  গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ঢামেকে আহত অবস্থায় ৯৪জন এসেছেন। আহতদের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ডেমরার সারুলিয়া এলাকা থেকে গরুর গুঁতোতে গুরুতর আহত হয়ে, মো. বাবুল (৫৫) নামে একজনকে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসা দিয়ে ১০২নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে আহত অবস্থায় ৯৪জনকে জরুরি বিভাগে নিয়ে আসলে তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে ও একজনকে ভর্তি করা হয়েছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status