অনলাইন
ঈদের দিন বঙ্গভবনে বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক
(৭ মাস আগে) ১৬ জুন ২০২৪, রবিবার, ১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২৮ অপরাহ্ন
আগামীকাল বাংলাদেশে পালিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা। আর এই দিন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং অভিজাত সমাজের সদস্যদের জন্য এক সংবর্ধনার আয়োজন করেছেন। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।
ঈদের দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠেয় এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট এবং তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রবীণ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, কূটনীতিক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বঙ্গভবনের এই অনুষ্ঠানে প্রায় ১২০০ বিশিষ্ট ব্যক্তিত্ব ও ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে ঐতিহ্যগতভাবে সুস্বাদু খাবার দিয়ে আমন্ত্রিত অতিথিদেরকে আপ্যায়ন করা হবে। রাষ্ট্রপ্রধান এই অনুষ্ঠানে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকেও ঈদের শুভেচ্ছা জানাবেন। অনুষ্ঠান শেষে প্রেসিডেন্ট নিজ বাসভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।