ঢাকা, ২৪ জুন ২০২৪, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

মার্কিন মুলুকে মর্মান্তিক ঘটনা, এবার শিশুদের ওয়াটার পার্কে চললো এলোপাথাড়ি গুলি

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ১৬ জুন ২০২৪, রবিবার, ১:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ অপরাহ্ন

mzamin

আমেরিকায় ক্রমশ বাড়ছে বন্দুকবাজের হামলার ঘটনা। চলতি বছরে ইতিমধ্যেই ২১৫টি এমন ঘটনার সাক্ষী হয়েছে মার্কিন মুলুক। উল্লেখ্য, দিন দু’য়েক আগেই আমেরিকার ওহায়োতে এক নাইট ক্লাবে বন্দুকবাজের হামলায় দু’জনের মৃত্যু হয়েছিল। ফের বন্দুকবাজের দাপট। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের বৃহত্তম শহর ডেট্রয়েটের একটি ওয়াটার পার্কে ১০ জনের উপর প্রকাশ্য গুলি চালানো হলো। ওকল্যান্ড কাউন্টির শেরিফ মাইকেল বাউচার্ড এক সংবাদ সম্মেলনে বলেন, মিশিগানের রচেস্টার হিলসের ব্রুকল্যান্ড প্লাজা স্প্ল্যাশ প্যাড পার্কের সামনে বিকেল ৫টায় একজন ব্যক্তি একটি গাড়ি থেকে নামে। হঠাৎই ৯ সেমি থেকে প্রায় ৩০টি গুলি চালায়। আহতদের মধ্যে দু’জন শিশু এবং তাদের মা  রয়েছে।

পুলিশ কর্মকর্তা এ-ও জানিয়েছেন, যে ওই ব্যক্তি বেশ কয়েকবার বন্দুক লোডও করে। স্থানীয় পুলিশের এক কর্মী বলেছেন, ‘‘প্রথমে বন্দুকবাজ ওই বহুতলে আশ্রয় নেয়। নিজের গাড়িতে চেপেই সে বহুতলের কাছে পৌঁছায়।

বিজ্ঞাপন
তার পর সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সেখান থেকে একের পর এক গুলি বর্ষণ করে। ২৪ রাউন্ড গুলি চালানো হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে পুলিশ। প্রথমেই স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে তারা। একই সঙ্গে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করা হয়।'

রচেস্টার হিলসের মেয়র ব্রায়ান কে বার্নেট বলেছেন যে, 'পুলিশ হামলার জায়গাটি সুরক্ষিত করেছে। রচেস্টার হিলস ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে রয়েছে। সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ। আহতদের প্রার্থনা জানাচ্ছি। আমাদের কাছে তথ্য এলে আরও আপডেট শেয়ার করব।'

গুলি চালানোর পিছনে উদ্দেশ্য এখনও জানা যায়নি বলেই পুলিশ জানিয়েছে। এর আগে ২০২১ সালে এই ধরণের ঘটনা ঘটে অক্সফোর্ড টাউনশিপে। যেখানে এক স্কুলে দেদার গুলি চালায় দুষ্কৃতীরা। যার ফলে ঘটনাস্থলে ৪ জন ছাত্রের মৃত্যু হয় এবং অক্সফোর্ড হাই স্কুলের ৬ জন ছাত্র এবং একজন শিক্ষক গুরুতর আহত হয়।

সূত্র : fox59

পাঠকের মতামত

Alhamdulillah

Goru
১৬ জুন ২০২৪, রবিবার, ৪:৪০ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status