ঢাকা, ২৪ জুন ২০২৪, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

সহযোগীদের খবর

অনলাইন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১৬ জুন ২০২৪, রবিবার, ১১:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ অপরাহ্ন

mzamin

এমপি আজীম হত্যাকাণ্ড নিয়ে ‘ইত্তেফাক’ শিরোনাম করেছে ‘স্বর্ণ চোরাচালানের মাফিয়া রেখে জোর দেওয়া হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্বে’। সংবাদটিতে বলা হয়েছে- ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুনের নেপথ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বর্ণ চোরাচালানের রুটের নিয়ন্ত্রক মাফিয়াদের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত থেকে সরে গেছে তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যদিও খুনের ঘটনার পরপর ডিবি আনার খুনের কারণসমূহের মধ্যে অন্যতম কারণ হিসাবে শনাক্ত করেছিল এইস্বর্ণ চোরাকারবারি নিয়ন্ত্রক মাফিয়াদের সংশ্লিষ্টতা। এখন আনার খুনের কারণ হিসাবে ঝিনাইদহের কালীগঞ্জে আনারের রাজনৈতিক দ্বন্দ্বকে প্রধান হিসাবে দেখছে তারা। 
এ নিয়ে তদন্তকারী সংস্থা ডিবি ইতোমধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল ওরফে গ্যাস বাবুকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে।

বণিক বার্তার প্রধান শিরোনাম ‘এটিএম বুথে টাকার সংকট, দেশজুড়ে গ্রাহক ভোগান্তি’। সংবাদটিতে বলা হয়েছে, ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে টানা পাঁচদিন বন্ধ থাকছে ব্যাংক। এর মধ্যেই দেশজুড়ে এটিএম বুথে নগদ টাকার সংকট শুরু হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার বেশির ভাগ বুথে টাকা পাওয়া যায়নি। টাকা তুলতে না পারায় গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
বুথে গিয়ে টাকা না পাওয়ার সবচেয়ে বেশি অভিযোগ আসছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ক্ষেত্রে। ডাচ্-বাংলা ব্যাংকসহ বড় ও বিস্তৃত নেটওয়ার্কের ব্যাংকগুলোর অনেক এটিএম বুথে টাকা পাওয়া যাচ্ছে না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। একই ধরনের অভিযোগ আসছে চতুর্থ প্রজন্মের নতুন ব্যাংকগুলোর ক্ষেত্রেও।

বিজ্ঞাপন
বাড়তি চাপের কারণে দেশের বেশির ভাগ ব্যাংক নিজেদের গ্রাহক ছাড়া অন্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা উত্তোলন বন্ধ রেখেছে বলে জানা গেছে।

এদিকে ‘সেন্টমার্টিন নিয়ে সরকারের নীরবতা দাসসুলভ’-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যকে শিরোনাম করেছে ‘নয়া দিগন্ত’। খবরটিতে বলা হয়েছে- মির্জা ফখরুল ইসলাম তার বক্তব্যে বলেছেন, সেন্টমার্টিন দ্বীপ নিয়ে সঙ্কট চলছে। সেখানে আতঙ্ক বিরাজ করছে। কী দুঃখজনক এটি! কত ব্যর্থতা এই সরকারের যে আমার নিজেদের দ্বীপে যেতে পারছি না। সেই দ্বীপে গেলেই অন্যদেশ থেকে গুলি করা হচ্ছে, মেরেও ফেলা হচ্ছে। অথচ এখন পর্যন্ত সরকার কোনো বক্তব্য পর্যন্ত দেয়নি।

 ‘দেশ রুপান্তর’ শিরোনাম করেছে- ‘শত্রু আক্রমণ করলে জবাব দিতে প্রস্তুত: সেনাপ্রধান’। সংবাদটিতে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের দেশে যদি বহির্শত্রু আক্রমণ করে সেটাকে আমরা প্রতিহত করব। আমরা সেনাবাহিনী প্রস্তুত আছি। বর্ডার ভায়োলেসন হচ্ছে তার জন্য বর্ডারগার্ড, কোস্ট গার্ড আছে, তারা বিষয়টি তদারকি করছে। এর চেয়ে লেভেল অন্যদিকে গেলে সমুচিত ব্যবস্থা আমরা নেব। শনিবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে বাংলাদেশ ও মিয়ানমার বর্ডার উত্তেজনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান এ কথা বলেন। 
এদিকে ঈদ যাত্রা নিয়ে ‘কালের কন্ঠ’ শিরোনাম করেছে- ‘পথে শেষ মুহূর্তে জনস্রোত’। সংবাদটিতে বলা হয়েছে, রাজধানী থেকে অনেকেই নাড়ির টানে ছুটেছে ঘরের পানে। মহাসড়ক, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও লঞ্চঘাটে বাড়ির পথে ছোটার শেষ পর্যায়ের তাড়া দেখা গেছে । গতকাল বেশির ভাগ মহাসড়ক ছিল তীব্র যানজটমুক্ত। তবে কোথাও কোথাও অতিরিক্ত যানবাহনের চাপ ও বিশৃঙ্খলার কারণে নানা মাত্রায় ধীরগতি লক্ষ করা গেছে। বরাবরের মতো বহু পণ্যবাহী যানে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। পশু নিয়ে যেসব ট্রাক ঢাকায় এসেছিল সেগুলো ফিরেছে যাত্রী নিয়ে।এই বাড়তি গাড়ির চাপ যানজট বা যানপ্রবাহে ধীরগতির অন্যতম কারণ।
পদ্মা সেতু হওয়ার পর দক্ষিণের পথে ফেরিঘাটে গাড়ির চাপ কমেছে। তবে ফেরির গুরুত্ব কমিয়ে দেওয়া বিশাল এ সেতুতেই জট বেঁধেছে কিছুটা। বিশেষ করে টোল প্লাজায় দীর্ঘ যানজট তৈরি হয়।

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status