ঢাকা, ২৪ জুন ২০২৪, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

সাদা-কালো পোশাকেই কি লুকিয়ে যাবতীয় উত্তর?

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ১৬ জুন ২০২৪, রবিবার, ১১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ অপরাহ্ন

mzamin

ক্যানসারের চিকিৎসা সেরে প্রায় তিনমাস পর জনসমক্ষে এলেন বৃটিশ রাজবধূ কেট মিডলটন। শনিবার কিং চার্লসের জন্মদিনের প্যারেড, ট্রুপিং দ্য কালারে স্বামী প্রিন্স উইলিয়ামের সঙ্গে একই ফ্রেমে  তিন সন্তানের সঙ্গে ধরা দিলেন দ্য প্রিন্সেস ওফ ওয়েলস। চার্লসের জন্মদিনের প্যারেডের সময় কেট তার তিন সন্তান প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট এবং প্রিন্স লুইসের সাথে একটি গাড়িতে চড়েন। 

অন্যদিকে, ক্যানসার আক্রান্ত কিং চার্লস এবং রানী ক্যামিলাও একটি গাড়িতে করে ইভেন্টে যোগ দেন। কেটের পরনে ছিলো  সাদা-কালো পোশাক। এতদিন পর রাজবধূকে জনসমক্ষে দেখে খুশি বৃটেনের আমজনতা। তবে ইতিমধ্যে তার পোশাক নিয়ে চর্চা  শুরু হয়েছে।  শুধুই সাদা-কালো পোশাকে কেন সামনে এলেন কেট ? এ কি কোনও বিশেষ ইঙ্গিত? যদিও কেটের নতুন ছবির সঙ্গে একটি বিবৃতি সম্প্রতি সামনে এসেছে। যেখানে তিনি স্বীকার করেছেন যে তিনি কিছু ‘কঠিন সময়’ সহ্য করেছেন। সেইসঙ্গে তাকে বলতে শোনা যায় , ‘আমি ভাল প্রোগ্রেস করছি কিন্তু কেমোথেরাপি চলাকালীন সবাই জানেন ভাল দিন এবং খারাপ দিন দুটোই থাকে।’

তবে সূত্রের খবর, ট্রুপিং দ্য কালারে রাজাকীয় উপস্থিতির অর্থ এমনটা নয় যে কেট মিডলটন আবার আগের মত অফিসিয়াল দায়িত্ব পালন করা শুরু করবেন। তিনি পরের সপ্তাহে গার্টার ডে এবং রয়্যাল অ্যাসকটে যোগ দেবেন না।

বিজ্ঞাপন
তবে গ্রীষ্মে কয়েকটি পাবলিক অ্যাপিয়ারেন্স দেবেন বলে আশাবাদী কেট। ট্রুপিং দ্য কালারে ৪২ বছরের বৃটিশ রাজবধূ কেট মিডলটনের পরনে ছিল সাদা-কালো হাঁটুঝুল গাউন, মাথায় একই রঙের টুপি, কানে হীরের দুল, হাতে কালো ক্লাচ। সঙ্গে ৩ সন্তান – প্রিন্স জর্জ, প্রিন্স লুইস ও প্রিন্সেস শার্লট। বাচ্চাদের পরনেও রাজকীয় পোশাক। অনেকেই কেটের নতুন করে এভাবে জনসমক্ষে আসা নিয়ে আপ্লুত। সুখবর শুনে কেউ কেউ বলছেন, ‘আমাদের ভাবী রানি’। যদিও অনেকেই মনে করছেন সাদা-কালো পোশাকেই  লুকিয়ে যাবতীয় উত্তর।

সূত্র :  বিজনেস স্ট্যান্ডার্ড

পাঠকের মতামত

Cancer can be treated; cancer can make more glamorous!

glamorous!
১৬ জুন ২০২৪, রবিবার, ৪:৪৯ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status