ঢাকা, ২১ জুন ২০২৪, শুক্রবার, ৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বিনোদন

নীরবে নিভৃতে চলে গেলেন সুনেত্রা

স্টাফ রিপোর্টার
১৫ জুন ২০২৪, শনিবারmzamin

আশি-নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা সুনেত্রা আর নেই। গত ২০শে এপ্রিল ভারতের কলকাতায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৩ বছর। হিট-সুপারহিট বহু সিনেমার নায়িকা তিনি। বিশেষ করে তার মায়াবী চোখ, অভিনয় ও গ্ল্যামারের  জাদুতে বুঁদ ছিলেন দর্শক। সুনেত্রার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। জায়েদ খান বলেন, এক সময়ের জনপ্রিয় নায়িকা, শৈশবের আমার পছন্দের একজন নায়িকা সুনেত্রা। অনেকদিন আগেই বাংলাদেশ ছেড়ে কলকাতায় গিয়েছেন। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন কয়েকবার ফোনে কথা বলেছিলাম। হঠাৎ শুনলাম তিনি আর নেই, মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞাপন
নীরবে-নিভৃতে চলে গেলেন। জায়েদ খান জানান, তার চলে যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ভাই। কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তার মূল নাম রীনা সুনেত্রা কুমার। সুনেত্রা মূলত ওপার বাংলার অভিনেত্রী। যদিও ভারতের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। ১৯৭০ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন সুনেত্রা। থিয়েটারের মাধ্যমেই অভিনয়ের যাত্রা শুরু। সুনেত্রাকে ঢাকাই সিনেমায় নিয়ে আসেন বাংলাদেশের পরিচালক মমতাজ আলী। প্রথম দেখা যায় সে সময়ের হার্টথ্রব নায়ক জাফর ইকবালের বিপরীতে ১৯৮৫ সালে মুক্তি পাওয়া ‘উসিলা’ সিনেমাতে। কিন্তু ১৯৯০ সালে দেলোয়ার জাহান ঝন্টুর ‘পালকি’ ছবির মাধ্যমেই প্রথম দর্শকপ্রিয়তা পান সুনেত্রা। এরপর অনেক ছবি করে গেছেন তিনি। সমকালীন জনপ্রিয় অভিনেতা জসীম, সোহেল রানা, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, মান্নাসহ আরও অনেকের সঙ্গেই পর্দা ভাগ করেছেন গুণী এই অভিনেত্রী। তার দর্শকপ্রিয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘বোনের মতো বোন’, ‘যোগাযোগ’, ‘ভুল বিচার’, ‘সাজানো বাগান’, ‘রাজামিস্ত্রি’, ‘ঘর ভাঙ্গা ঘর’, ‘কুঁচবরণ কন্যা মেঘবরণ কেশ’, ‘শুকতারা’, ‘সুখের স্বপ্ন’, ‘রাজা জনি’, ‘বাদশা ভাই’, ‘ছোবল’, ‘ভাই আমার ভাই’, ‘দুঃখিনী মা’, ‘বন্ধু আমার’, ‘বিধান’, ‘নাচে নাগিন’, ‘সর্পরাণী’, ‘বিক্রম’, ‘উসিলা’, ‘শিমুল পারুল’, ‘ভাবীর সংসার’, ‘আমার সংসার’, ‘ধনরত্ন’, ‘নির্দয়’, ‘উচিত শিক্ষা’, ‘ঘরের সুখ’, ‘সাধনা’ ও ‘আলাল দুলাল’। অনেক দিন ধরেই কলকাতায় বসবাস করছিলেন সুনেত্রা। অবশেষে সেখানেই মৃত্যুবরণ করলেন তিনি। 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status