বিনোদন
সমালোচনার মুখে তাপসী
বিনোদন ডেস্ক
১৫ জুন ২০২৪, শনিবার
বিভিন্ন সময় নানা রকম কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। প্রায় সময়ই তাকে পাপারাজ্জিদের ওপর চিৎকার করতে বা রেগে যেতে দেখা যায়। এবার ভক্তদের সঙ্গে মেজাজ হারিয়ে আবারো শিরোনামে এসেছেন তিনি। তার এমন আচরণে নেট দুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। ইতিমধ্যে তার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী তার বোনের সঙ্গে কোথাও যাচ্ছিলেন। এই সময় পাপারাজ্জিরা তাদেরকে দেখে ছবি তোলার জন্য পোজ দিতে অনুরোধ করেন। এরমধ্যে বেশকিছু ভক্ত এসে হাজির হয় সেখানে। তারা অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে আগ্রহ প্রকাশ করেন। এত মানুষ দেখে অভিনেত্রী নিজের গাড়ির দিকে এগোতে শুরু করেন। ভক্ত এবং পাপারাজ্জিরাও তাকে অনুসরণ করতে থাকেন। এ সময় তিনি বারবার সবাইকে সরে যেতে বলেন এবং তাদের ওপর রেগে গিয়ে বলেন, সরান বলছি। দয়া করে সরান ক্যামেরা। আপনারা আমার এত কাছাকাছি আসছেন কেন। তারপর তিনি গাড়িতে উঠে সেই স্থান ত্যাগ করেন। তার এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন সকলে। উল্লেখ্য, হিন্দি ছাড়াও তাপসী বেশকিছু তামিল এবং তেলেগু সিনেমায় অভিনয় করেছেন। তিনি ‘বেবি’, পিঙ্ক’, এবং ‘মনমরজিয়া’ সিনেমার জন্য পরিচিত। এ ছাড়াও তার অভিনীত ‘থাপ্পড়’ সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে। চলতি বছর তাকে দেখা যাবে ‘ওহ লাড়কি হ্যায় কাহান?’, ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ এবং ‘খেল খেল মে’ সিনেমায়।