বিনোদন
ঈদে বাংলাভিশনে ৭ পর্বের দুই ধারাবাহিক
স্টাফ রিপোর্টার
১৫ জুন ২০২৪, শনিবারপ্রতিবারের মতো এবারো ঈদুল আজহা উপলক্ষে বাংলাভিশন আয়োজন করেছে ৮ দিনব্যাপী ভিন্নধর্মী বিশেষ অনুষ্ঠানমালার। উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে দেশের খ্যাতনামা নাট্য পরিচালকদের নির্মিত নাটক; জনপ্রিয় বাংলা চলচ্চিত্র এবং নতুন ও বৈচিত্র্যময় অনুষ্ঠান। উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে ৭ পর্বের ২টি ধারাবাহিক নাটক। এর বাইরেও রয়েছে ৫৬টি একক নাটক, ৭টি টেলিফিল্ম, ৭টি বাংলা চলচ্চিত্র এবং অনুষ্ঠান। এরমধ্যে ৭ পর্বের দু’টি ধারাবাহিকের একটির নাম ‘হা-ডু-ডু’। রচনা ও পরিচালনায় মাইদুল রাকিব। প্রচার হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৬টা ৪৫ মিনিটে। অভিনয় করেছেন চাষী আলম, মারজুক রাসেল, অনিক, হাসান মাসুদ, ওয়ালিউল হক রুমি, শামীমা নাজনীনসহ আরও অনেকে। এর বাইরে ৭ পর্বের অন্য ধারাবাহিকটি হলো ‘মান্না তো ভালোই ছিল’। রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। নাটকটি বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটে। অভিনয়ে চাষী আলম, পাভেল, বাচ্চু, রুমেল ও আরও অনেকে।