খেলা
সুপার এইটে উঠতে স্কটল্যান্ডের সামনে ‘অজি’ চ্যালেঞ্জ
স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৪, শনিবারঅস্ট্রেলিয়া ইতিমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তাদের জন্য স্রেফ নিয়মরক্ষার। তবে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ডের জন্য আবার এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। সুপার এইট নিশ্চিত করতে এই ম্যাচে তাদের সামনে একটাই সমীকরণ, জয়। দুই দলের ম্যাচটি হবে ড্যারেন সামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল সকাল সাড়ে ৬টায়।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর ওমান ও নামিবিয়াকে হারায় স্কটল্যান্ড। ৫ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের ২ নম্বরে। ৩ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে ইংল্যান্ড। তবে ওমানের বিপক্ষে রেকর্ড গড়া জয়ে স্কটিশদের চেয়ে রান রেটে এগিয়ে গেছে তারা। ফলে শেষ ম্যাচে যদি স্কটিশরা হারে, সেক্ষেত্রে ইংল্যান্ড জিতলেই সুপার এইটে উঠে যাবে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের জয়ের বিকল্প নেই। এই ম্যাচ ঘিরে গুঞ্জন উঠেছিল ইংল্যান্ডকে আসর থেকে ছিটকে দিতে স্কটিশদের বিপক্ষে ঢিলেমি করতে পারে অজিরা। তবে অস্ট্রেলিয়া কোনোভাবেই এটি করবে না বলে নিশ্চিত করেছেন দলটির পেসার প্যাট কামিন্স। তিনি বলেন, ‘আমার মতে, আপনি যখন খেলতে নামেন, প্রতিবারই সেরাটা দেওয়ার চেষ্টা করেন। যদি তা না করেন, তাহলে এটি সম্ভবত ক্রিকেটের চেতনারই পরিপন্থী। এই বিষয়ে কখনও গভীরভাবে চিন্তা করিনি কারণ এই অবস্থা কখনও সামনে আসেনি।” কামিন্স পরিষ্কারভাবেই জানিয়ে দেন, প্রতিপক্ষ যারাই হোক জয়ের মনোভাব নিয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া। কামিন্স বলেন, ‘নেট রান রেটের বিষয়টা আপনি হয়তো ঠাট্টা হিসেবে আলোচনা করতে পারেন। তবে এটি আমাদের খেলার ধরনে কোনো পরিবর্তন আনবে না। একদমই না। দলের অন্যদের মতো আমিও কখনও আগ্রাসী মনোভাব ছাড়া ক্রিকেট মাঠে পা রাখিনি।’