কলকাতা কথকতা
দ্রৌপদী মুর্মুর মুখে মমতার স্লোগান, বিড়ম্বনায় বঙ্গ বিজেপি কর্তারা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১৩ জুলাই ২০২২, বুধবার, ১০:২৯ পূর্বাহ্ন

এনডি-এর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু ভাষণ দিছিলেন বিজেপি সংসদ সদস্য ও বিধায়কদের উদ্দেশ্যে। স্থান, কলকাতার জে ডবলু মারিওট হোটেল। ঝাড়খন্ড এর প্রাক্তন রাজ্যপালের ভাষণে বিজেপির প্রতি কৃতজ্ঞতা ছিল, ছিল নরেন্দ্র মোদি-অমিত শাহের দূরদর্শিতার কথা। ভোটের জন্য আবেদনও জানান তিনি। কিন্তু, গন্ডগোলটা বাঁধে অন্যত্র। দ্রৌপদী মুর্মু তাঁর ভাষণ শেষ করেন- জয় বাংলা, জয় ভারত ধ্বনি দিয়ে। এই স্লোগান দিয়েই তাঁর যে কোন ভাষণ শেষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রৌপদী মুর্মুর মুখে এই স্লোগান শুনে রীতিমতো বিড়ম্বনায় পড়েন বঙ্গ বিজেপির কর্তারা। কিন্তু তাঁরা দ্রৌপদী মুর্মুকে কিছু বলতে পারেননি। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান দিয়েই ভাষণ শেষ করেন দ্রৌপদী মুর্মু। এবার রাষ্ট্রপতি ভোট ১৮ জুলাই। বিধানসভার ২৯৪ জন বিধায়ক ও বাংলার সংসদ সদস্যরা ভোট দেবেন বিধানসভা ভবনে। গোটা দেশের সংসদ সদস্য ও বিধায়কদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। যেহেতু গোপন ব্যালট এ ভোট তাই ক্রস ভোটিং এর সম্ভাবনা থেকেই যাচ্ছে। জানা গেছে যে তৃণমূলের অনেকেই ভোট দিতে পারেন দ্রৌপদী মুর্মু কে।