বিশ্বজমিন
সানিয়া মির্জা, অভিনেত্রী রীমাসহ যেসব সেলিব্রেটি হজ করছেন
মানবজমিন ডেস্ক
১৪ জুন ২০২৪, শুক্রবার
আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। সারা বিশ্ব থেকে সৌদি আরবে জমায়েত হজযাত্রীরা তাঁবুর শহর মিনায় সমবেত হবেন আজ। এসব হজযাত্রীর মধ্যে এবার বেশ কিছু সেলিব্রেটি আছেন। তারা হজ পালন করতে সৌদি আরবে গিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন ভারতের পেশাদার সাবেক টেনিস তারকা ও ডাবলসে বিশ্বের এক নম্বর খেলোয়াড় সানিয়া মির্জা, ভারোত্তোলনে ইউএফসি চ্যাম্পিয়ন ইসলাম মাখাচেভ, নিউজিল্যান্ডের হেভিওয়েট বক্সার ও পেশাদার সাবেক রাগবি খেলোয়াড় সোনি বিল উইলিয়ামস, ভারতের ইসলাম প্রচারক মালয়েশিয়াভিত্তিক জাকির আবদুল করিম নায়েক (জাকির নায়েক), পাকিস্তানি টেলিভিশনের উপস্থাপিকা ও সাবেক অভিনেত্রী নিদা ইয়াসির, পাকিস্তানি অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রীমা খান। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবর্তনের অভিজ্ঞতা সম্পর্কে প্রস্তুতি নিয়ে পোস্ট দিয়েছেন সানিয়া মির্জা। এক্সে এক বার্তায় তিনি লিখেছেন, আমার কোনো অন্যায় এবং ত্রুটির জন্য ক্ষমা করে দিন। আরও বলেছেন, তার হৃদয় মুক্তি এবং আধ্যাত্মিকভাবে নতুন করে জেগে ওঠার সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞতায় পূর্ণ। তিনি আরও যোগ করেছেন, প্রার্থনা করি আল্লাহ যেন আমার ইবাদতকে কবুল করে নেন। আমাকে এই আলোর পথে গাইড দেন। আমি গভীরভাবে সৌভাগ্যবতী এবং এ জন্য অসীম কৃতজ্ঞতা বোধ করছি। আপনাদের দোয়ায় রাখবেন আমাকে। আমি একটি নম্র হৃদয় ও শক্তিশালী ঈমান নিয়ে আরও একজন ভালো মানুষ হিসেবে ফিরতে চাই। উল্লেখ্য, সানিয়া মির্জার সঙ্গী হয়েছেন তার বোন আনাম। তিনি একজন ফ্যাশন বিষয়ক উদ্যোক্তা ও ব্লোগার। আনামের স্বামী ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ আসাদুদ্দিন, যিনি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি মোহাম্মদ আজহারুদ্দিনের ছেলে। ইনস্টাগ্রামে আনাম লিখেছেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সফরে- হজে এসে আমি আপনাদেরকে অল্প কিছু কথা বলতে চাই। এই সফর শুধু শারীরিক নয়- একই সঙ্গে তা আধ্যাত্মিক গভীর অভিজ্ঞতার। এর জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম হৃদয় ও মন দিয়ে। এটি প্রতিফলন, বিশ্বাসের এক নতুন সূচনা। মাত্র কয়েকদিন আগে ইউএফসিতে ডাস্টিন পোইরিয়েরকে পরাহিত করেছেন মাখাচেভ। তিনি বলেছেন, হজ পালন করতে পরিবার নিয়ে তিনি মক্কায় গিয়েছেন। এই সেলিব্রেটির একটি ছবি এক্সে পোস্ট করেছেন ইসলামিক রিলিফ ইউকে’র একজন পণ্ডিত ব্যক্তি হাসিব নূর। তিনি লিখেছেন, মদিনায়- সত্যিকার মানবিক ভ্রাতৃত্বের ভালোবাসার শহরে। আল্লাহ তাকে ইসলাম ও মুসলিমদের সুবিধা নিতে কবুল করেছেন। তার মাধ্যমে অন্যদের নির্দেশনাকে তিনি কবুল করেছেন। এক্সে একটি ভিডিও পোস্ট করে সোনি বিল উইলিয়াম লিখেছেন, আলহামদুলিল্লাহ হজ পালনের জন্য আমি আমন্ত্রিত হয়েছি। হজ আয়োজনের প্রশংসা করেছেন ইসলামিক রিসার্স ফাউন্ডেশন ও পিস টিভির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জাকির নায়েক। মঙ্গলকার এক্সে এক বার্তায় তিনি লিখেছেন তার পরিবারকে সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়া আমন্ত্রণ জানিয়েছেন। এতে আরও যোগ করা হয়, ওইদিন সকালে জেদ্দায় অবতরণ করেছেন ড. জাকির নায়েক। সেখানে তাকে অভ্যর্থনা দিতে উপস্থিত হন তিন কর্মকর্তা। ভিআইপি লাউঞ্জে প্রবেশ করার পর আধা মিনিটেরও কম সময়ে তার ইমিগ্রেশন সম্পন্ন হয়। এর আগে জাকির নায়েক এত দ্রুত এসব সম্পন্ন করাতে পারেননি। সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করার সময়ে ইনস্টাগ্রামে পাকিস্তানি টিভি’র উপস্থাপিকা নিদা ইয়াসির লিখেছেন, আমার জন্য দোয়া করবেন। হজে যাচ্ছি। কোনো অন্যায় করলে ক্ষমা করে দেবেন। অভিনেত্রী রীমা খান তখন অবস্থান করছিলেন মদিনায়। সেখান থেকে গত শুক্রবার সকালে ছবি সহ ইনস্টাগ্রামে তিনি লিখেছেন- ‘আলহামদুলিল্লাহ মদিনায় পৌঁছেছি’।