খেলা
‘শ্রীলঙ্কা সুপার এইট পর্বে পৌঁছলে সেটা অলৌকিক কিছু হবে’
স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবারশ্রীলঙ্কা এবারের বিশ্বকাপের পরের ধাপে পৌঁছলে সেটা হবে অলৌকিক কিছু- বৃষ্টিতে নেপালের বিপক্ষে ম্যাচটি ভেসে যাওয়ার পর এমন উক্তি খোদ লঙ্কান তারকা মাহিশ থিকসানার। আসরে শ্রীলঙ্কার সংগ্রহ তিন ম্যাচে স্রেফ এক পয়েন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে শ্রীলঙ্কার ওঠার সম্ভাবনা শেষ বললেই চলে। যদি-কিন্তু দিয়ে যে ক্ষীণ আশা আছে, সেটাকে আমলে নিচ্ছেন না মাহিশ থিকশানা। লঙ্কান স্পিনারের মতে, শ্রীলঙ্কা কোনোভাবে পরের ধাপে চলে গেলে সেটা হবে অলৌকিক কিছু।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে হারে এবারের বিশ্বকাপ শুরু করে শ্রীলঙ্কা। পরের ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ২০১৪ আসরের চ্যাম্পিয়নরা পরাজিত হয় বাংলাদেশের কাছে। সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রাখতে নেপালের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না তাদের। বৈরি প্রকৃতির কারণে লঙ্কানদের সেই আশাও প্রায় শেষ হয়ে গেছে। বুধবার ফ্লোরিডায় বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে নেপাল-শ্রীলঙ্কার ম্যাচ।
এই ম্যাচ শেষে ‘ডি’ গ্রুপের তলানিতে আছে লঙ্কানরা। ২ ম্যাচ খেলা নেপাল ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। টানা তিন জয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচে সমান ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।
শ্রীলঙ্কার পরের ম্যাচ ডাচদের বিপক্ষে। ওই ম্যাচ তো তাদের জিততেই হবে, সঙ্গে অন্য দলের ম?্যাচ ভেসে যাওয়া, জয়-পরাজয় ও রান রেটের হিসাব নিকাশের দিকে চেয়ে থাকতে হবে তাদের। থিকশানা অবশ্য, পরের ধাপে যাওয়াকে অসম্ভবই মনে করছেন। তিনি বলেন, “এটা (পরের ধাপে উঠা) আমাদের জন্য সহজ হবে না। উঠতে পারলে সেটা আসলে হবে অলৌকিক কিছু।”
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান ২০ দলের টুর্নামেন্টে কোনো কিছুই পরিকল্পনা মতো হয়নি বললেন থিকশানা। তিনি বলেন, “আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, কন্ডিশন ভালোভাবে মূল্যায়ন করতে পারিনি এবং আমাদের পরিকল্পনা, সবকিছুই ভুল হয়েছে।”